Logo
Logo
×

রাজনীতি

জামিনে মুক্ত সাবেক এমপি গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৭:৪৭ পিএম

জামিনে মুক্ত সাবেক এমপি গিয়াসউদ্দিন
Swapno

 

জামিনে বের হয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন। মঙ্গলবার (১১ জুন) ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পন তিনি। এব্যাপারে মহানগর বিএনপির আহ্বায়ক ও গিয়াসউদ্দিনের পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন লাইভ নারায়ণগঞ্জকে জানান, ১৪ টি মামলায় জামিনে বের হয়েছেন গিয়াসউদ্দিন।

 

 

মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি। ঢাকার ১ টি মামলা ও নারায়ণগঞ্জের ৬টি থানার ১৩ টি মামলায় জামিন পেয়েছেন তিনি। এর মধ্যে, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার ৮ টি মামলা; সোনারগাঁ থানার ২ টি মামলা; বন্দর থানা, রূপগঞ্জ থানা ও আড়াইহাজার থানার ৩টি মামলা থেকে মুক্তি পেয়েছেন তিনি।

 

 

এর আগে, ৫ জুন গিয়াসউদ্দিনের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন স্থগিত করে নারায়ণগঞ্জের তিনটি আমলী আদালত। এদিন নারায়ণগঞ্জের তিন থানার ৬টি মামলায় তার বিরুদ্ধে ৭দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে, নারায়ণগঞ্জের বিভিন্ন থানার ১৩টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করায় তার রিমান্ড শুনানী স্থগিত করে আদালত।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন