Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ পর্যন্ত মেট্রোরেলের দাবী ভিপি বাদলের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১০:৫৭ পিএম

সোনারগাঁ পর্যন্ত মেট্রোরেলের দাবী ভিপি বাদলের
Swapno


নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল (ভিপি বাদল) যিনি সার্বক্ষণিক নারায়ণগঞ্জ জেলাকে এক ভিন্ন রূপে সাজানোর চিন্তা চেতনায় থাকেন। সে আলোকে তিনি বিভিন্ন সভা সমাবেশে কোন জনপ্রতিনিধি না হয়েও ক্ষমতাসীন দলের জেলা সাধারণ সম্পাদক হিসেবে এক ভিন্ন রূপে নারায়ণগঞ্জকে সাজানোর বিভিন্ন দাবি তুলে থাকেন। 


গতকাল (২৩ জুন) সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপনের আলোচনা সভায় ভিপি বাদল সোনারগাঁয়ের উন্নায়নে এক অনন্য মাত্রা যোগ করাতে সোনারগাঁয়ে মেট্রো রেলের দাবি তুলে বক্তব্য রাখেন। ভিপি বাদল বক্তব্যে বলেন, ‘ঢাকার কমলাপুর থেকে বন্দর উপজেলার মদনপুর পর্যন্ত মেট্রোরেলের ঘোষণা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কমলাপুর থেকে মদনপুর হয়ে সোনারগাঁ পর্যন্ত মেট্রোরেলের ব্যবস্থা করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করবো, তাহলে বাংলার ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলার জনগণ মেট্রোরেলের সুফল ভোগ করতে পারবে এবং যাতায়াতে নতুন দিগন্তের সূচনা হবে। তবে ভিপি বাদল সোনারগাঁ পর্যন্ত মেট্রোরেলের যে দাবি উত্থাপিত করেছেন এমন দাবি বাস্তবায়িত হলে তিনি সোনারগাঁবাসীর নিকট  চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন