পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিজয় উল্লাস করছে ছাত্র-জনতা। এসময় এমপি শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি-গাড়ি, দলীয় অফিস ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্রজনতা। গতকাল সোমবার (৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়েই শহরের বিভিন্ন এলাকার লোকজন চাষাঢ়ায় জড়ো হতে থাকেন। পরে সবাই মিলে উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ মিছিল চলাকালে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ শহরের বায়তুল আমান, রাইফেল ক্লাব, এ্যাটেল মাটি, শামীম ওসমানের বাড়ি, শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের বাড়ি-গাড়ি, চাষাঢ়ায় সেলিম ওসমানের বাড়ি, আজমেরি ওসমান মার্কেট (আলম কেবিন সংলগ্ন) নারায়ণগঞ্জ ক্লাব, শহরের দুই নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় লুটপাটও করা হয়।


