Logo
Logo
×

রাজনীতি

আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৬:৫৪ পিএম

আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ
Swapno

 নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় তাঁর বাড়িতে সাতটি মোটরসাইকেলে আগুন ও দুটি হ্যামার গাড়ি ভাঙচুর করা হয়। তিনটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে এ হামলা চালানো হয়। আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে কয়েক হাজার আন্দোলনকারী আজমেরী ওসমানের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা মেইন গেট ভেঙে ফেলেন। নিচতলায় আজমেরী ওসমানের অফিস ভাঙচুর করেন। সাতটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং তিনটি মোটরসাইকেল নিয়ে যান। দুটি হ্যামার গাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

সপ্তম তলায় তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘরের আসবাবপত্র, এসিসহ সব ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তবে হামলাকালে ওই বাড়িতে কেউ ছিলেন না। এলাকাবাসী জানিয়েছেন, আজমেরী ওসমান ও তাঁর পরিবারের লোকজন রাতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যান।

এদিকে শহরের বঙ্গবন্ধু সড়কের কালীরবাজার এলাকায় নাসিম ওসমানের মালিকানাধীন চারতলা ভবনে ভাড়া দেওয়া হোয়াইট হাউস রেস্টুরেন্টে হামলা চালানো হয়েছে। একপর্যায়ে ওই ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন