চাষাড়ায় স্বেচ্ছাসেবকদলের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম
বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে চাষাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় আন্দোলনের সময় অগ্নিকান্ডে জর্জরিত সড়কে পড়ে থাকা বিভিন্ন ময়লার স্তূপ রাস্তা-ঘাট পষ্কিার পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, ভিপি নজরুল ইসলাম, শাহিন আহম্মেদ, আক্তার হোসেন, শাকিল আহমেদ, আক্তার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য শাহাবুদ্দীন, আঃ রশিদ শরীফ হোসেন, গোলাম মোস্তফা, মাহবুবুর রহমান, বাঁধন মজুমদার, রুহুল আমিন, লুৎফর রহমান লিটন, আমিনুল ইসলাম, জামাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহ্ আলম মাষ্টার, রেদোয়ান আহমেদ পাপ্পু, সোহেল, রুবেল কিবরিয়া, আজিজুল হক টিল্টু, আক্তার হোসেন রাজু, মোশারফ হোসেন মশু, সেলিম প্রধান, মো. সেলিম, আলমগীর, আনু, বোরহান ঢালিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


