রাষ্ট্র সংস্কার চাই, বঙ্গভবনে সৈয়দা রিজওয়ানা হাসান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০২:৪৮ পিএম
রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করা অন্তর্র্বতীকালীন সরকারে মূল কাজ হবে বলে মন্তব্য করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান বঙ্গভবনের দরবার হলে আজ রাত আটটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক কথায় অন্তর্র্বতীকালীন সরকারের মূল কাজ কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার চাই।
অন্তর্র্বতীকালীন সরকারের মেয়াদ কত দিন হতে পারে চাইলে তিনি বলেন, ‘বিব্রতকর, কঠিন প্রশ্ন করবেন না। আপনাদের মতো কাজ করতে করতে এই জায়গায় এসেছি।’ অন্তর্বর্তীকালীন সরকারে মূল উদ্দেশ্য কী হবে জানতে চাইলে তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা ও সুশাসন প্রতিষ্ঠা করাই হবে সরকারের মূল উদ্দেশ্য।
বঙ্গভবনের দরবার হলে সম্ভাব্য উপদেষ্টাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান, আ.ফ.ম খালিদ হাসান ও আসিফ মাহমুদ উপস্থিত হয়েছেন। তাঁরা উপদেষ্টাদের নির্ধারিত আসনে বসেছেন। গতকাল ৯টায় প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টারা শপথ নেন। বঙ্গভবনের দরবার হলে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের নেতারা উপস্থিত হয়েছেন।
এ ছাড়া মোজাহিদুল ইসলাম সেলিম, কাদের সিদ্দিকীও রয়েছেন। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। দেখা যায়নি আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাকে। তবে বিএনপিপন্থী পেশাজীবী অনেক নেতা উপস্থিত আছেন। আছেন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকেরা। এন. হুসেইন রনী /জেসি


