Logo
Logo
×

রাজনীতি

নৈরাজ্য, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সোনারগাঁ বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৭:১২ পিএম

নৈরাজ্য, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সোনারগাঁ বিএনপি
Swapno

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নানারকম অস্থিরতা, নৈরাজ্য বিশৃঙ্খলা গুজব এবং অপপ্রচারের বিষয়ে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে গতকাল শনিবার দূপুরে সোনারগাঁ উপজেলার কাদিরগঞ্জ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সাবেক সাধারন সম্পাদক রহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: রাহিম, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাক খাইরুল ইসলাম সজিব সহ দলীয় নেতাকর্মীরা।

 


এসময় বক্তারা বলেন” চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সোনারগাঁয়ে যেকোন ধরণের অরাজকতা প্রতিরোধে মাঠে আছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোনারগায়ে কোন সংখালঘু পরিবারে, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে  বা কোন আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীতে হামলা হলে যদি কোনো বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকে তাদের বহিস্কার করার হুশিয়ারি দেওয়ার হয়। আমরা জনগনের পাশে আছি এবং থাকবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন