Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে বিএনপি নেতাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৮:৩৪ পিএম

সোনারগাঁয়ে বিএনপি নেতাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
Swapno


সারাদেশের ন্যায় সোনারগাঁয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসিন।
 

রোববার(১১ আগস্ট) দুপুরে উপজেলার থানার  কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় অধ্যাপক ইমতিয়াজ বকুল প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার কাছে আশ্বাস দিচ্ছি বিএনপি কারো উপর হামলা করবে না। আ'লীগ সব সময় আমাদের শত্রু ভাবতো, এখন তারাই আমাদের সবচেয়ে বেশি ফোন দিচ্ছে। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


শাহ আলম মকুল প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি কোনো সহিংসতার রাজনীতি পছন্দ করে না। এখন দেশের একটা ক্রান্তিকাল চলছে। এ সময় তৃতীয় শ্রেণির একটা দল মানুষের ওপর হামলা করে আমাদের দায় চাপানোর অপপ্রচারের চেষ্টা করেন। যারা হিন্দু ভাইদের মন্দিরে হামলা করছে তারা দুর্বৃত্ত। তারা দেশের শান্তি চায় না। বিএনপি উপজেলার প্রতিটি হিন্দু মন্দিরে পরিদর্শন করে তাদের নিরাপদে বসবাস করার আশ্বাস দিচ্ছে।

 

সভায় ওসি (তদন্ত) মহসিন বলেন, আসলে যে যেমন কর্ম করে, সে তেমন ফল ভোগ করবেই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। সেজন্য কেউ কারো ওপর হামলা করবে এটা কাম্য নয়। বিএনপি লোক হিংসা করে না, এটা বিশ্বাস করি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো বান্দার হক আদায় করা।

 

এ সময় উপস্থিত ছিলেন, হাজী মো: মুজিবুর রহমান (তাঁতী দল সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি), সফিউদ্দিন ভূইয়া, সহ সভাপতি ,সোনারগাঁ থানা বিএনপি) কামরুল হাসান লিটন (সাবেক চেয়ারম্যান ,জামপুর ইউনিয়ন ) ,আবুল কাশেম বাবু( সাবেক চেয়ারম্যান ,বারদী ইউনিয়ন ) ,হাজী মো: আনোয়ার ( যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি) , জাকির হোসেন বাবু( সাবেক সভাপতি ,যুবদল সোনারগাঁ উপজেলা ),নুর-এ-ইয়াসিন নোবেল( সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল,সোনারগাঁ ), ফারুক আহম্মেদ তপন কমিশনার ,আশরাফ মোল্লা(যুগ্ম আহবায়ক যুবদল,সোনারগাঁ ),হারুন -অর-রশিদ মিঠু, জাকারিয়া ভূইয়া, ফরহাদ শিকদার , লায়ন সফিকুল  ইসলাম, মনিরুজ্জামান মনির , রুবেল আলম,শাহজালাল আহম্মেদ , নাঈমুল ইসলাম বাপ্পী, ফরহাদ শিকদার,পনির হোসেন ,সাব্বির আহমেদ রুবেল, খোরশেদ আলম ,ফাহিম হোসেনসহ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন