মাঠে নেমেছি আড়াইহাজারবাসী আতঙ্কে না থাকে : পারভীন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১১:৫০ পিএম
নাশকতা,নৈরাজ্য,লুটপাটের আতঙ্ক দূর করতে আড়াইহাজার উপজেলা জুড়ে শত শত গাড়ি বহর নিয়ে গণসংযোগ করেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
রবিবার (১১ আগষ্ট) আড়াইহাজার উপজেলার পায়রা চত্বর থেকে শত শত মটর সাইকেল,প্রাইভেট কার, ট্রাক, লেগুনা যোগে হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণকে নিয়ে সারাদিন ব্যাপী আড়াইহাজারের ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার গণসংযোগ করেন। এসময় জনসাধারণ এই গণসংযোগকে শান্তির বার্তা হিসেবে গ্রহণ করেন এবং তিনি আশ্বস্ত করেন এই নাশকতা,নৈরাজ্য,লুটপাটের আতঙ্ক দূর করে শান্তির বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। এসময় জনসাধারণ তাকে নিয়ে মন্তব্য করে বলেন, গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আড়াইহাজার বাজার ও উপজেলা প্রশাসনিক কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট ঠেকাতে ভূমিকা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পারভীন আক্তার বক্তব্যে বলেন, আমি প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আমি মূলত মাঠে নেমেছি আড়াইহাজার উপজেলাবাসীর যেন কোন আতঙ্কে না থাকে । কিছুতেই যেন আড়াইহাজারবাসী ভয় ভীতির মধ্যে না থাকে। আমি আড়াইহাজারে শান্তি দেখতে চাই এই শান্তির জন্য বৃষ্টির মধ্য দিয়ে আজকে আপনারা আমার পাশে থেকে দিন ব্যাপী আমার সাথে গণসংযোগ করেছেন। আমি আজকে দিনব্যাপী আড়াইহাজারবাসীকে আশ্বস্ত করছি আমরা কোন অরাজকতা হতে দিব না। আমরা চাই আড়াইহাজারবাসী শান্তিতে থাকবে শান্তিতে ঘুমাবে। আমি সকল শ্রেনীর পেশাদারকে আহ্বান করছি আপনারা আপনাদের নিজ নিজ কর্মে ফিরে আসুন শান্তিতে নির্বিঘ্নে কাজ করুন। আমরা কোন অরাজকতা করতে দিব না আপনারা সেচ্চার থাকুন আমাকেও অরাজকতা রুখে দিতে সহযোগীতা করুন। তিনি আরও বলেন, সবার কাছে একটি অনুরোধ এই দেশে কেউ যেন কোন প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে। আর সবাই যেন যার যার ভোট যাকে খুশি তাকে দিতে পারেন সেই পরিবেশটা আমরা চাই। এছাড়া আমরা সকল সন্ত্রশীদের সন্ত্রাশী কর্মকান্ডের মোকাবেলা করব।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অন,ু আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার, বি.এন.পির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা বি.এন.পির সদস্য আলী আজগর, জেলা বি.এন.পির সাবেক যুব উন্নয়ন সম্পাদক সালাউদ্দিন মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন ফকির (কাজল), সাবেক জেলা যুবদল নেতা তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা বি.এন.পির সাবেক দপ্তর সম্পাদক মোতাহার হোসেন মোল্লা (রতন), বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার্দী মিয়া, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, সাবেক ছাত্রনেতা, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন আলাবক্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির নেতা আতিকুর রহমান নিপু, আড়াইহাজার পৌরসভার মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম, নারায়ণগঞ্জ ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জিয়ামঞ্চের আহবায়ক মোঃ সিকদার আলী, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক ও বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ।


