পারভীনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও গাড়িবহর নিয়ে শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১১:০৪ পিএম
ছাত্র-জনতা উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও গাড়িবহর নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে শোডাউন করেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে আড়াইহাজার উপজেলার আশিক সুপার মার্কেটে রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে পুরো আড়াইহাজার উপজেলা জুড়েই কয়েক শত মটর সাইকেল ও প্রাইভেট কার ও পিক আপ ট্রাক যোগ হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপজেলা জুড়ে বিশাল শোডাউন করে জনসাধারণের মধ্যে স্বস্তি ও শান্তির বার্তা দেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
অবস্থান কর্মসূচিতে পারভীন আক্তার বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিংবা নৈরাজ্যের চেষ্টা মেনে নেওয়া হবে না। বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের এজেন্টরা এ ধরনের কর্মকাণ্ড করতে চেষ্টা করছে বলে আমরা শুনতে পাচ্ছি। এমন খবর কোথাও পাওয়া গেলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আতঙ্কিত নয় শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি।
অবস্থান কর্মসূচিতে আনোয়ার হোসেন অনু বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না আপনারা আইননের শাসনের মাধ্যমে তাদের বিচার করা হবে। কে কি অপরাধ করেছিল স্বৈরাচারী সরকারের দসররা তাদের তালিকা করুন তালিকা দিন। অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা বিচারের ব্যবস্থা করব সরকারের কাছে দাবি জানব। তিনি আরও বলেন, কেউ যদি আমাদের দলের নাম ভাঙ্গিয়ে লুটপাট চাঁদাবাজি করেন এলাকা থেকে কাউকে বিতারিত করতে চান তাদের প্রতিরোধ করবেন গণধোলাই দিবেন আমাদেরকে জানাবেন আমরা আইনের মাধ্যমে এদের বিচার করব ইনশাল্লাহ। আপনারা জানেন বুয়েটের শত শত ছাত্র শেখ হাসিনার নির্দেশে ঘুম হয়েছে খুন হয়েছে এখন পর্যন্ত জাতির সামনে এর পরিসংখ্যান প্রকাশ করা হয়নি অবিলম্বে চাই এবং অতি দ্রুত শেখ হাসিনাসহ সকল অপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছি অন্তবর্তীকালীন সরকারের কাছে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু,আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার, বি.এন.পির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা বি.এন.পির সদস্য আলী আজগর, জেলা বি.এন.পির সাবেক যুব উন্নয়ন সম্পাদক সালাউদ্দিন মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন ফকির (কাজল), সাবেক জেলা যুবদল নেতা তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা বি.এন.পির সাবেক দপ্তর সম্পাদক মোতাহার হোসেন মোল্লা (রতন), বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার্দী মিয়া, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, সাবেক ছাত্রনেতা, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন আলাবক্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির নেতা আতিকুর রহমান নিপু, আড়াইহাজার পৌরসভার মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম, নারায়ণগঞ্জ ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জিয়ামঞ্চের আহবায়ক মোঃ সিকদার আলী, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক ও বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ।


