Logo
Logo
×

রাজনীতি

থানা বিএনপিকে বিভক্ত করে যারা কাজ করছেন ছাড় নাই : গিয়াস উদ্দিন  

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১১:৪২ পিএম

থানা বিএনপিকে বিভক্ত করে যারা কাজ করছেন ছাড় নাই : গিয়াস উদ্দিন  
Swapno


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ গিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে নতুন ইতিহাস তৈরী করবে বিএনপি সন্ত্রাসী, চাঁদাবাজির ছাড় কখনো হবেনা, খুনির জায়গা কখনো হবেনা এই মাটিতে বিচার করতে হবে। সেই জন্য বলতে চাই সবচাইতে জনপ্রিয় দল কোনটা বিএনপি ,সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া ,সব চাইতে জনপ্রিয় নেতা তারেক রহমান।

 

 

এই যে তিনটা আল্লাহ তায়ালা আমাদের দান করেছেন তাহলে কি আমাদের আর কোন নতুন সদস্য দরকার আছে। আর যদি কেউ বিএনপিতে নতুন কাউকে কাউকে আনতে চায় তাকে ছাড় দেওয়া হবেনা। নতুন কোন সদস্যের আমাদের প্রয়োজন নাই নতুন কোন নেতার আমাদের প্রয়োজন নাই, বেইমান মোনাফেকের কোন স্থান নাই।

 

 

আমি দ্বিরতার সাথে বলে দিয়ে যাচ্ছি এটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। থানা বিএনপিকে  বিভক্ত করে যারা কাজ করছেন ছাড় নাই। এলাকায় লুটপাট করবেন আবার সেখানে ঘিয়ে শোক মিছিল পালন করবেন এই ভন্ডদেরকে আমরা চিনি। আমাদের জয়েন সেক্টেটারী রুহুল আমিন তার বাড়িতে কারা হামলা করেছে আমারা জানি, এর প্রতিশোধ নেওয়া হবে।

 

 

কিছু বাটপার আছে যারা একটা থানার শুধু একটা যায়গায় ঘোরাফেরা করে আর পুরো থানার কোথাও যায় না। এই বাটপাররা তানার দালালি করেছে ভূমিদষ্যুতা করেছে, চোরা তেলের ব্যবসা করেছে, মাদকের ব্যবসা করেছে, ইন্টারনেটের ব্যবসা করেছে, এমনকি এমন কোন অন্যায় নাই তারা করেনাই সব আমরা জানি এই টাকা দিয়ে বিএনপির কিছু নেতাকর্মীকে পালে।

 

 

যত বড় কেন্দ্র তাদের ক্ষমতা থাকুক নারায়ণগঞ্জে চলবেনা। নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছি আমরা আর বিচারও করবো আমরা, নারায়ণগঞ্জের ভালো মন্দ দেখবো আমরা । ওখান থেকে যদি কেউ কথা বলে ওই দালালদেরও কথা শুনবেন না। সর্বোচ্চ  আদালতে পেশ করবো আমি তাদের বিরুদ্ধে।

 

 

এখন বানায় অনেকে আমার বউয়ের আত্নীয়, আমার আত্মীয় , তোর বাপের আত্মীয় হোক না কেন আমাদের কি। এই আত্মীয়তার পরিচয় যে দেবে সে থার্ডক্লাস, স্বার্থবাজ এদেরকে নারায়ণগঞ্জ থেকে প্রতিহত করতে হবে। নারায়ণগঞ্জের এতো উর্বর মাটি না উর্বর মাটির সাথে এটেল মাটিও না আমরা হলো শক্ত মাটি এই শক্ত মাটির ঢিল খেলে অবস্তা কাহিল হয়ে যায় তাই সাবধান হয়ে যান।

 

 

সাবধানতা অবলম্বন করেন ইতিমধ্যেই আপনাদের অনেক ডকুমেন্ট আছে কে কোথায় কখন সন্ত্রাসীদের সাথে মিটিং করেছে , কে কোথায় কি বলেছে এই রেকর্ড আমাদের দিবেন, এদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে। কেউ যদি কোথাও চাঁদাবাজি করতে যায়, হুমকি দিতে চায় আমাকে বলবেন।

 

 

আমারা দেশের জন্য কাজ করি , মানুষের জন্য কাজ করি ,নিজের জীবন যেখানে উৎসর্গ করি সেখানে সম্পদ তুচ্ছ তাই আমরা এই ক্লন্তিলগ্নে আমরা দেশের জন্য কাজ করতে চাই , দেশের মানুষের জন্য কাজ করতে চাই এই নারায়ণগঞ্জের শান্তি ফিরিয়ে আনতে চাই, সন্ত্রাস মুক্ত এক নারায়ণগঞ্জ আমরা প্রতিষ্ঠা করতে চাই।

 

 

এই সময় আপনার দেখেছেন এই সন্ত্রাসী গডফাদারের সাথে সাংবাদিক কি কি কাজ করেছে দেখেছেন , কোন কোন ব্যবসায়ী কি কি করেছে আপনারা দেখেছেন ,কোন কোন শিক্ষক কি করেছে আপনারা দেখেছেন, কোন কোন এলাকার সন্ত্রাসীরা কিভাবে কাজ করেছে আপনারা দেখেছেন এটা ভূলে যাবেন না সে যে পশোর বা যে দলেরই হোক না কেন তাকেও শাস্তির আওতায় আনতে হবে।

 

 

আমাদের কাছে ডকুমেন্ট আছে ,এতো ভালো কেন কেন সাজেন এতো তারাতারি।। আমরা ভূলেগেছি কারাগারে থাকা আমাদের সাথে নির্মম কি হয়েছে, পরিবার পরিজন ছাড়া কিভাবে ছিলাম। আমরা দীর্ঘ ১৬ বছর বাড়ি জীবন যাপন করেছি। আর এই কয় দিনে অপরাধ করেও আর আমরা অপরাধ না করেও বাড়িঘর ছাড়া ছিলাম।

 

 

এতো অপরাধ করেও আপনারা বেরিয়ে আসতে চান, মামার বাড়ির আবদার তাই বলতে চাই কারো আত্মীয় হলেও এই আত্মীয়র দায়িত্ব নেবেন না। দলের মধ্যে ঐক্য রাখবেন ,দলের বাইরে যারা প্রেগ্রাম করে তারা শামীম ওসমানের মতো। দলের বাইরে গিয়ে তিনি বিভিন্ন মিটিং মিছিল করেছে।

 

 

১৫ ই আগষ্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ লিং রোড সাইনবোর্ড এলাকায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট বারি ভূইয়ার সভাপতিত্বে ও ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন এ কথা বলেন।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান রনি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ব্এিনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন, ফতুরøা থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম সহ প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন