Logo
Logo
×

রাজনীতি

তারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে দুবাইতে পাচার করেছে

Icon

আল আমিন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১১:৪৩ পিএম

তারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে দুবাইতে পাচার করেছে
Swapno


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান এমন কোনো অপকর্ম নাই যে সে করে নাই। নারায়ণগঞ্জের ভিওআইপি ব্যবসা, ইন্টারনেট ব্যবসা, ডিস ব্যবসা থেকে শুরু করে রাস্তায় সিএনজি-অটোরিকশা, ট্রাক-বাসসহ সব জায়গা থেকেই তারা চাঁদাবাজি করতো।

 

 

হাজার হাজার কোটি টাকা তারা অবৈধভাবে উপার্জন করে সে টাকা দুবাইতে পাচার করেছে। সেখানে তারা ব্যবসা-বাণিজ্য তৈরি করেছে। গডফাদার শামীম ওসমানের অনেক কাউন্সিলর সেই টাকা সেখানে প্রেরণ করেছে। বিভিন্ন দেশে তারা অর্থ পাচার করেছে এই অর্থ পাচারকারীদেরকে ছাড় দেওয়া যাবে না। তারা বড় বড় কথা বলেছে আর মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।

 

 

গতকাল বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ডাচ বাংলা ব্যাংক এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে কেন্দ্র ঘোষিত দুদিনের অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 


তিনি বলেন, ওসমান পরিবারের দুই সন্তান শামীম ওসমান ও সেলিম ওসমানের রাজনৈতিকভাবে কোনো অবস্থান ছিল না। তাঁরা কোনো রাজনীতি করে নাই। তারা শুধু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করেছে। শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে তাদের বড় বড় ছবি দিয়ে ফেষ্টুন ব্যানার লাগানো থাকতো। ছবির মধ্যে এমন আকৃতি থাকতো যেন মানুষ দেখলেই তাদেরকে ভয় পায়। এগুলা করা হতো শুধু মাত্র চাঁদাবাজি, অর্থ লুটপাট করার জন্য।

 


তিনি বলেন, তাদের সন্তানরা কোথায় রাজনীতি করেছে। একটি জায়গাও ওসমান পরিবারের অবস্থান ছিল না। যেখানে শিল্পকারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল সেখানেই তাদের অবস্থান ছিল। যাতে মানুষ ভয় করে চাঁদা দিতে বাধ্য হয়।

 


তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে অনেক হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। ত্বকি হত্যা থেকে শুরু করে অনেক হত্যার বিচার হয় নাই। এই সকল হত্যা এই সন্ত্রাসীরা করেছে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে এই সরকারকে আমরা বলতে চাই আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন।

 

 

যে সকল হত্যাকাণ্ড নারায়ণগঞ্জে হয়েছে সব হত্যাকাণ্ডের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। আইনকে হাতে তুলে নিতে চাইনা এবং কাউকে খুনি বলতে চাই না। স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকা অবস্থায় এ সকল মামলার তদন্ত হয়েছিল তা প্রকাশ করুন। নারায়ণগঞ্জের সকল নির্যাতিত ব্যক্তিরা এই সকল হত্যাকারী খুনী ও সন্ত্রাসীদের বিচার চায়।

 

 

আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। দেশনায়ক তারেক রহমান বলেছেন এই সরকারের যে নৈতিক কার্যক্রম থাকবে তাতে আমাদের সমর্থন থাকবে। আমি অনুরোধ করছি আমরা কেউ আইন হাতে তুলে নেব না। নারায়ণগঞ্জ যে সকল খুন ও অপরাধমূলক কাজ হয়েছে এগুলোর বিচার আমরা চাই।

 

 

পরে শেখ হাসিনা ও তার দোসরাদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল বের করা হয়। মিছিলটি চিটাগাং রোড থেকে শুরু করে মৌচাক হয়ে সানারপাড় দিয়ে সাইনবোর্ড ঘুরে আবারও চিটাগাং রোড এসে অবস্থান কর্মসূচি পালন করেন।

 


সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো: মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মো: আবদুল্লাহ আল মামুন, এসএম আসলাম, ডিএইচ বাবুল, মো: মোস্তফা কামাল, মো: রওশন আলী, সেলিম মাহমুদ।

 

 

সাংগঠনিক সম্পাদক আলী আকবর, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মুসা, নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তৈয়ব হোসেন, সাধারন সম্পাদক মো: মাসুদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি হিরাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন