শামীম ওসমান ত্রাসের রাজত্ব কায়েম করেছিল: রিফাত
ইফতি মাহমুদ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৮:০৩ পিএম
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষ্যে ফতুল্লা থানা কৃষকদল কতৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কায়সার রিফাত বলেন, এই নারায়ণগঞ্জে একজন গডফাদার আছে আপনারা সবাই তাকে চিনেন একে এম শামীম ওসমান। এই ছাত্র সমাজ যখন আন্দোলনে নামেন তিনি এবং তার ছেলে অয়ন ওসমান নেমে এই ছাত্র সমাজের উপর গুলি করেছে এবং শামীম ওসমানের অনুসারীরাও এই গুলিতে শামিল ছিল। আমরা শুধু বলব এই শামীম ওসমান এই নারায়ণগঞ্জকে যেভাবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে ত্রাশের রাজ্য কায়েম করেছিল এই ত্রাশের রাজ্যকে আমরা এখন ভাল মানুষের রাজ্যে তৈরী করতে চাই। আমরা চাই এই নারায়ণগঞ্জ যাতে ত্রাশের রাজ্য যেন না থাকে সবাই আমরা মিলেমিশে যাতে এক সাথে এই নারায়ণগঞ্জকে আবার নতুন করে গড়তে পারি।
শনিবার (১৭ আগস্ট) ফতুল্লায় কৃষকদলের আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কায়সার রিফাত এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছিলেন এবং তার সুযোগ্য সন্তান বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর দেশে বাহিরে তাকে রেখেছেন। তিনি আরও বলেন, আমরা শুধু এতটুকুই বলতে চাই আমাদের নেত্রী এত কিছু হওয়ার পরও এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও তিনি এই ফ্যাসিষ্ট সরকারের সাথে কোন আঁতাতে যান নাই তিনি কোন আপোষ করেন নাই তিনি আপোষহীন নেত্রী হিসেবে আছেন এবং থাকবেন। তিনি কোন আপোষ না করেই এই দেশের জন্য করে গেছেন এই দেশের মানুষের জন্য জুলুম নির্যাতন সহ্য করেছেন।
এ সময় উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো: আবু নাইম।


