Logo
Logo
×

রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সেক্রেটারি পিন্টু গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম

চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সেক্রেটারি পিন্টু গ্রেফতার
Swapno


চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টেুকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে।


মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার পিন্টুকে সেনাবাহিনী রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করে যুগের চিন্তাকে বলেন,গন্ধর্বপুর এলাকায় ওয়াসার নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে সম্প্রতি চাঁদা দাবি করেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু। এ ঘটনায় প্লান্ট কর্তৃপক্ষ স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পিন্টুকে গ্রেফতার করে দুপুরে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।  তিনি আরও জানান, গ্রেফতার পিন্টুকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া পিন্টুর বিরুদ্ধে ইতিপূর্বে কোনো মামলা রয়েছে কিনা সে বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন