
দুই সমাবেশে সরগরম ফতুল্লা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। আগামী শনিবার ফতুল্লা থানা বিএনপির দুটি গ্রুপের উদ্যোগে বড় জনসভায় আয়োজন করা হচ্ছে। দুটি সমাবেশের একটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মদ গিয়াস উদ্দিন আর এই সমাবেশটির আয়োজনে করেছেন ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভূইয়া। আরেকটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মামুন মাহমুদ। অর্থাৎ বিএনপির দুটি গ্রুপের সমাবেশ নিয়ে চলছে প্রতিযোগীতা । ইতিমধ্যেই সকল কার্যক্রম শেষ করে আগামী কাল এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহের কমতি নেই। কেউ মনে করছে সাবেক এমপি গিয়াসউদ্দিনের সমাবেশ সর্বকালের সকল সমাবেশকে পিছে ফেলে এবারের সমাবেশ নারায়ণগঞ্জে সর্ববৃহৎ সমাবেশ হবে এমনটাই বলছেন গিয়াস অনুসারীরা। অন্যদিকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরীর আয়োজনে প্রধান অতিথি থাকবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ। আর এই সমাবেশ ঘিরে প্রায় সপ্তাহ খানেরও বেশি সময় যাবৎ নেতাকর্মীরা বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা সহ পুরো ফতুল্লা থানা এড়িয়া জুড়ে বিভিন্ন রং বেরংয়ের ব্যানার পোষ্টার সাটানো হয়েছে।
দুটি সমাবেশেরই সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী উপস্থিত করার জন্য সব ধরণের প্রস্তুতি শেষ করেছেন ফতুল্লা থানা বিএনপির দুই গ্রুপের নেতৃবৃন্দ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার-প্রচারণা । এর আগে দীর্ঘদিন ধরেই ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ দুটি বলয়ে বিভক্ত। একটি বলয় গিয়াসউদ্দিনের অনুসারীরা। গিয়াসউদ্দিনের বিরুদ্ধে থাকা আরেকটি বলয় বর্তমানে মামুন মাহমুদের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে। তবে এর মধ্য দিয়ে ফতুল্লা থানা বিএনপির মধ্যে থাকা দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসছে। যা দলের জন্য সুখকর নয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের হাইকমান্ড থেকে বারবার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলা হলেও জেলা, থানা পর্যায়ে নেতাকর্মীরা তা মানছেন না। এর ফলে অনেক অনুপ্রবেশকারী দলের প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। এদিকে, এদিনের দুটি সমাবেশ নিয়ে বর্তমানে ফতুল্লা ছাড়িয়ে নারায়ণগঞ্জের রাজনীতি বেশ উত্তপ্ত। কারণ এদিনের সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির জানান দেওয়া হবে।
গত ৭ এপ্রিল ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামী ১২ এপ্রিল বিকেল ৩টায় ফতুল্লার ভুঁইঘর কড়ইতলা মাঠে ফতুল্লা থানা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। জনসমাবেশের সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ মোল্লা। এতে আরও উপস্থিত থাকবেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামসহ ফতুল্লা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আর ফতুল্লা থানা বিএনপির আরেকটি অংশের উদ্যোগে একইদিন বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব। এছাড়া ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রহুল আমিন শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থাকবেন। এই লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। তিনি বলেন, আমরা এদিনের জনসভার জন্য কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দ আমন্ত্রণ জানালেও তারা আপাতত ব্যস্ততার কারণে জনসভায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে মামুন মাহমুদ, দিপু ভুঁইয়া, মাসুকুল রাজীব নিশ্চিত করেছেন। আশা করি, এদিনের জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামবে।