Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ কমিটি পুনর্গঠনের তাগিদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ কমিটি  পুনর্গঠনের তাগিদ

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ কমিটি পুনর্গঠনের তাগিদ

Swapno

নানা হিসেব নিকেশ জটিলতার কারণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্ন্তগত বিভিন্ন উপজেলা থানার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনে কোন প্রকার ব্যবস্থা করেননি তৎকালীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি। তাছাড়া বিএনপির দলীয় হাইকমান্ডের নির্দেশনার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বিগত জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে কোন সিদ্ধান্তে না যেতে পারায়। নারায়ণগঞ্জ জেলার নবগঠিত বিএনপির কমিটির ৩৩সদস্য বিশিষ্ট কমিটির বিভিন্ন থানা উপজেলার নেতারা মেয়াদোত্তীর্ণ কমিটি পূর্ণগঠন বা বিলুপ্তির বিষয়ে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের তাগিদ দিচ্ছে। যেটা নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভায় প্রশ্ন রাখেন এবং তাগিদ দেন বিশেষ করে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতারা।
 
সূত্র বলছে, ২০২৩ সালের ১৬জুন শহিদুল ইসলাম টিটুকে সভাপতি ও এড. আব্দুল বারী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা থানা বিএনপি'র ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। এর আগে তারা আহ্বায়ক কমিটির নেতৃত্বেও ছিলেন। কমিটি গঠনের পর মুষ্টিময় কয়েকটি কর্মসূচিকে ঘিরে শহিদুল ইসলাম টিটু ও এড. আব্দুল বারী ভূঁইয়া ঐক্যবদ্ধ ভাবে কর্মসূচি পালন করলেও নেতৃত্বে আসার গুটি কয়েক দিনের মধ্যে ফতুল্লার এই শীর্ষ দুই নেতার মধ্যে বিরোধ দেখা দায়। এছাড়া বিভিন্ন সভা সমাবেশে একে অপরকে টার্গেট করে তীর্যক মন্তব্য করতেও ছাড় দেন না। তবে টিটু-বারী বিভেদে জড়ালেও তারা থানা বিএনপির অন্যান্য দুই নেতাকে নিয়ে ফতুল্লা থানা বিএনপিকে দুভাগে পরিচালিত করছেন। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীকে সঙ্গে নিয়ে ফতুল্লা থানা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান সালাউদ্দিন মোল্লাকে সাথে নিয়ে ফতুল্লা থানা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তবে সুলতান সালাউদ্দিন মোল্লাকে বিভিন্ন ভাবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও অধিষ্ঠিত করতে চেয়েছিলেন ফতুল্লা থানা বিএনপির একাংশের নেতারা। এভাবেই পরিচালিত হচ্ছিল ফতুল্লা থানা বিএনপির বর্তমান কমিটি তবে গত ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটি হলে ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল এবং সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা তাদের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির আরোও একটি কোরাম তৈরী হয়। বর্তমানে এই তিনটি কোরামই কমিটি পুনর্গঠনের মাধ্যমে নেতৃত্বে ফিরতে চাচ্ছে। যার কারণে জেলা বিএনপির নবগঠিত কমিটির নিকট বিভিন্ন লবিং তদবিরের মাধ্যমে কমিটি পুনর্গঠনের দাবি রাখছেন। অপরদিকে ২০২৩ সালের ৫ মে মাজেদুল ইসলামকে সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠিত হয়। এর আগে তারা থানা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে ছিলেন। এদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সাংগঠনিক গ্রহণযোগ্যতা না থাকলেও তৎকালীন সাধারণ সম্পাদক ইকবালের সাংগঠনিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে থানা বিএনপির নেতৃত্ব পরিচালিত হত কিন্তু গত ১৩ ডিসেম্বর আন্তজার্তিক মিডিয়ার সাংবাদিককে লাঞ্ছিত করার দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত হন ইকবাল হোসেন। এরপর  থেকেই ধীরে ধীরে ভঙ্গুর দশায় পরিণত হয় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃত্ব। কেননা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম থানা বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন কেননা নিজস্ব কর্মী থেকে শুরু করে থানা বিএনপিতেও তার সমর্থক নেই বললেই চলে। তবে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আরও একটি অংশের নেতা অখিল উদ্দিন ভূইয়াসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হাই রাজু বর্তমান সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভঙ্গুর দশা থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন ভাবে লবিং তদবির করে যাচ্ছেন বর্তমান থানা কমিটিকে পুনর্গঠনের জন্য। এরমধ্যে অখিল উদ্দিন ভূইয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা কমিটিকে পুনর্গঠনের দাবি রাখেন। এভাবেই ধীরে ধীরে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা কমিটি পুনর্গঠনের জন্য এসকল থানা নেতারা তাগিদ দিচ্ছেন। এছাড়া সংসদ নির্বাচন অপেক্ষমান থাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম দুই শাখা ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নানা হিসেব নিকেশ জটিলতা থাকায় কমিটি পুনর্গঠনের তাগিদ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন