Logo
Logo
×

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

Swapno

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শুরু হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রয়েছেন। দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাব।

এদিকে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়।

দলের স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে সৃষ্ট বিভ্রান্তি দূর করা, নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরবে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্যও প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন