
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি সহযোগী এবং সংগঠনে সাংগঠনিক মেরামতের কোন প্রক্রিয়া বর্তমানে গৃহীত না হলেও নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি বর্তমানে নির্বাচনমুখী হয়ে আছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সহযোগী সংগঠনে নির্বাচনের পূর্বেই সাংগঠনিক মেরামতের সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা থাকলেও সাংগঠনিক মেরামতের ক্ষেত্রে কেন্দ্র এবং জেলা ও মহানগর শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে সাংগঠনিক গতি নিয়ে কোন প্রকার মাথা ব্যাথা নেই বললেই চলে।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল ৫সদস্য বিশিষ্ট। সেখান থেকে ৩৩সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আহ্বায়ক হিসেবে রয়েছে মামুন মাহমুদ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, যুগ্ম মাশুকুল ইসলাম রাজীব। তবে জেলার অর্ন্তভুক্ত থানা উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে কোন জেলা বিএনপির গতি নেই বললেই চলে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ক্ষেত্রে কমিটির বয়স ২বছরের অধিক সময় অতিবাহিত করে ফেললেও আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু অন্যান্য ইউনিট কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠন করলেও তাদের নেতৃত্ব দেয়া মহানগর বিএনপির সম্মেলন করতে পারেননি। যেটা নিয়ে বেশ সমালোচনা রয়েছে।
এদিকে অঙ্গসংগঠনের দিকে তাঁকালে দেখা যায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক সদস্য সচিব মশিউর রহমান রনি সি. যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব এই ৩সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। পূর্ণ কমিটি গঠনে বরাবরই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ক্ষেত্রে আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান সম্প্রসারিত হয়েছে পূর্ণাঙ্গ কমিটিতে। এদিকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি পূর্ণাঙ্গ হলেও ইউনিট কমিটি গঠনে রয়েছে ব্যর্থতা।
এছাড়া জেলার আহ্বায়ক মাহাবুব রহমান সদস্য সচিব সালাউদ্দিন সালু এবং সি. যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক দুভাগে বিভক্ত হয়ে সংগঠন পরিচালনা করছেন। তবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের পূর্ণাঙ্গ কমিটি থেকে শুরু করে ইউনিট কমিটি গঠনের কাজ শেষ করেছে ইতিমধ্যে আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা সদস্য সচিব মমিনুর রহমান বাবু। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত হয়েছে প্রায় বছরের কাছাকাছি সময় ধরে সেই সাথে সকল ইউনিট কমিটি। যার কারণে জেলা ও মহানগর এলাকায় ছাত্রদলের রাজনীতি নেই বললেই চলে।