Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জে গণঅধিকার পরিষদ চাঙা রেখেছে তরুণ নেতারা

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জে গণঅধিকার পরিষদ চাঙা রেখেছে তরুণ নেতারা

না.গঞ্জে গণঅধিকার পরিষদ চাঙা রেখেছে তরুণ নেতারা

Swapno



# ৫ আগষ্টের পর দলটি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে
# নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই প্রাথী দেবে গণ অধিকার পরিষদ



গত ৫ ই আগষ্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দীর্ঘ ১৬ বছর টানা ক্ষমতায় থাকার কারনে দেশের অন্যান্য দলগুলো অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। তবে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত দিনে আওয়ামী লীগ সন্ত্রাসী ও প্রশাসনের বাধার মুখে পড়তে হয়েছে বারবার।


বিশেষ করে ২০২১ সালের ২৬ অক্টোবর গণঅধিকার পরিষদ দলটির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে  প্রতিষ্ঠাতা নুরুল হক নুরে হাত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে সারাদেশেই গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা ব্যপক ভূমিকা পালন করেছে। গণঅধিকার পরিষদ গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। আর এই দলীয় নিবন্ধন পাওয়ার পরপরই দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে বেশ কয়েকটি সমাবেশ করে। 


আর এই প্রত্যেকটি সমাবেশ গণসমাবেশে পরিণত হয়েছে। সর্বশেষ গত ১ নভেম্বর নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের সমাবেশ ব্যাপক ভাবে আলোড়ন করেছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারন সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে ঘিরে সেইদিন হাজারো গাড়ি বহর দেখা গেছে শুধু তাই নয় নারায়ণগঞ্জের এই সমাবেশে প্রায় লাখো মানুষের জমায়েত হয়।


নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও নুরুল হক নুরুকে ভালবেশে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই সমাবেশ সফল করার লক্ষে অংশগ্রহন করে। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ও সাধারন সম্পাদক আক্তার হোসেন মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন (রাহুল আরফান) এই সমাবেশকে সফল করতে ব্যপক ভূমিকা পালন করে শুধু তাই নয় বিগত দিনেও এই জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে রেখে নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের রাজনীতি ধরে রাখে।



তবে ইতিমধ্যে সারাদেশেই গণঅধিকার পরিষদ যেভাবে এগিয়ে যাচ্ছে যার কারনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন পেশাসহ সাধারন মানুষও তাদের হাতকে শক্তিশালী করতে এগিয়ে আসছে। বিশেষ করে নারায়ণগঞ্জের এই সমাবেশ ঘিরে অবদান কম ছিলোনা ভূইয়া গ্রুপ অব ইন্ড্রাট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম ভূইয়া মিঠুর। যিনি নারায়ণগঞ্জের এই সমাবেশকে ঘিরে প্রায় ১০ হাজার নেতাকর্মী সমাাবেশ স্থলে উপস্থিত হন শুধু তাই নয়। শুধু তাই নয় নুরুল হক নুরু ও রাশেদ খানকে সঙ্গে নিয়ে সেই ঢাকা থেকে কয়েকশত গাড়ি নিয়ে সমাবেশ স্থলে আসেন।


ইতিমধ্যে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও গণঅধিকার পরিষদ সাংসদীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।  শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে দলীয় নেতাকর্মী নিয়ে গণঅধিকার পরিষদের অংগ সংগঠনের জানা যায়, জনতার অধিকার আমাদের অঙ্গিকার এই শ্লোগানে  গণঅধিকার পরিষদ একটি রাজনৈতিক ২০২১ সালের ২৬ অক্টোবর দলটির প্রতিষ্ঠা হলেও প্রায় তিন বছর পর গত ২ সেপ্টেম্বর ২০২৪ দলটি নির্বাচন কমিশনের  নিবন্ধন লাভ করে। দলটির নির্বাচনী মার্কা ট্রাক। 


দলটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং  ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল ইসলাম নুরু এবং সাধারন সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। আর ইতিমধ্যেই গণঅধিকার পরিষদ অংগসংগঠন গুলো আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। আর সেই অংগসংগঠন গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ  ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মহিলা অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ,  বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।



গণঅধিকার প্রতিষ্ঠার পর থেকেই সভাপতি নুরুল ইসলাম নুরু  ও সাধারন সম্পাদক রাশেদ খান দলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই জনগনের অধিকার নিয়ে এখন পর্যন্ত কথা বলে আসছে। আর জনগনের প্রতিষ্ঠা নিয়ে কথা বলতে গিয়ে বারবার আওয়ামী লীগ সন্ত্রাসী ও প্রশাসনের হেনস্থার শিকার হওয়ার পরেও নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিটা মূহুর্তেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। 


আর এই আন্দোলন করতে গিয়ে বেশ কযেকবার গ্রেফতারও হন। সর্বশেষ জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারন ছাত্রদের সাথে একত্বতা প্রকাশ করে আন্দোলনে গেলে আওয়ামী পৃুলিশ বাহীনির দ্বারা গ্রেফতার হন গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভিপি নূর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন