হেফাজতের মহাসম্মেলনে লাখো মানুষের সমাগম হবে : মাওলানা ফেরদৌস

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ এএম

মাওলানা ফেরদৌসুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের ব্যানারে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত এক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মিছিল ও পথসভার মাধ্যমে সমাবেশে অংশগ্রহণের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়েছে।
সমাবেশের প্রস্তুতি শুরু হয় গত ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক উত্তপ্ত গণজমায়েতের মধ্য দিয়ে। এরপর ২৯ এপ্রিল ফতুল্লার আকবর কনভেনশন সেন্টারে প্রতিনিধি সভা ও গণমিছিলের মাধ্যমে মহাসম্মেলনের ডাক দেওয়া হয়। এছাড়াও সিদ্ধিরগঞ্জের ৮ ও ১০ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালানো হয়। বিভিন্ন থানায় থানায় গণসংযোগ ছাড়াও গতকাল ২ মে শিবু মার্কেটের পথসভার মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে মাওলানা ফেরদৌসের নেতৃত্বাধীন হেফাজতে ইসলাম।
গতকাল শিবু মার্কেট এলাকায় শেষ পথসভায় মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, "আগামীকালের সমাবেশ বাতিল শক্তির বিরুদ্ধে আলেম-ওলামাদের চূড়ান্ত হুঁশিয়ারি। আমরা বর্তমান সরকারকে স্পষ্ট করে দিতে চাই, ফ্যাসিবাদী আমলে যেমন ইসলামের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয়নি, এখনও দেওয়া হবে না।" তিনি আরও বলেন, "দ্বীন ইসলামের মৌলিক বিষয়ে কোনো আপোস নেই। সরকার যদি ইসলামবিরোধী কোনো নীতি গ্রহণ করে, আমরা তা মেনে নেব না।" জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজত সমর্থকরা অংশ নেবেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। এই মহাসম্মেলনকে ঘিরে রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। তবে হেফাজত নেতৃত্ব দাবি করেছে, এটি শান্তিপূর্ণ সমাবেশ হবে, যা ইসলামের স্বার্থে আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা করবে।