Logo
Logo
×

রাজনীতি

বিএনপির নামে ‘ভুঁইফোঁড়’ সংগঠন, ১২টি ছাড়া সব অবৈধ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম

বিএনপির নামে ‘ভুঁইফোঁড়’ সংগঠন, ১২টি ছাড়া সব অবৈধ

বিএনপির নামে ‘ভুঁইফোঁড়’ সংগঠন, ১২টি ছাড়া সব অবৈধ

Swapno

বিভিন্ন ব্যক্তি বিএনপি, জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নামসর্বস্ব ভুঁইফোঁড় সংগঠন তৈরি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অথচ, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া আর কোনো সংগঠন নেই। শনিবার (৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশে এ তথ্য জানানো হয়।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তৎঅধীন অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোনো অনুমোদিত সংগঠন নাই। নোটিশে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতীয়তাবাদী নাম ব্যবহার,


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নামসর্বস্ব সংগঠন ও পদপদবি ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বহু অভিযোগ জেলা বিএনপির অবগত ও দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক করা যাচ্ছে, বিএনপি এবং অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত, অন্য কোনো নাম বা জাতীয়তাবাদী ও জিয়া পরিবারের নাম/ছবি ব্যবহার করে সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল। নামসর্বস্ব ভুঁইফোঁড় সংগঠনগুলো সম্পূর্ণ অ-অনুমোদিত এবং অবৈধ।


এসব সংগঠন ও উক্তরূপ নামে সংগঠিত কোনো কর্মের দায়ভার বিএনপি ও তদ-অঙ্গসংগঠন গ্রহণ করবে না। এ ধরনের যেকোনো অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড দৃষ্টিগোচর হলে জেলা বিএনপিকে অবহিত করার জন্য আহ্বান জানিয়ে নোটিশে বলা হয়, সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী উক্তরূপ কর্মকাণ্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন