Logo
Logo
×

রাজনীতি

গডফাদাররা গত ১৫ বছর না.গঞ্জের কোন উন্নয়ন করতে পারে নাই : এড. সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম

গডফাদাররা গত ১৫ বছর না.গঞ্জের কোন উন্নয়ন করতে পারে নাই : এড. সাখাওয়াত

গডফাদাররা গত ১৫ বছর না.গঞ্জের কোন উন্নয়ন করতে পারে নাই : এড. সাখাওয়াত

Swapno



# বিএনপি কোন গডফাদার-গডমাদার কারো চক্ষু রাঙ্গানিতে ভয় পায় না : এড.টিপু


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১১নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৭ জুলাই) বিকেল চারটায় খানপুর বরফকল মাঠে ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  


এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, গডফাদাররা গত ১৫ বছর নারায়ণগঞ্জের কোন উন্নয়ন করতে পারে নাই। নারায়ণগঞ্জ অন্যান্য জেলা থেকে অনেক অবহেলিত রয়েছে। তাই সে অবস্থা উওরণের জন্য বিএনপি ও তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। আমরা নারায়ণগঞ্জকে সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা সুন্দর নারায়ণগঞ্জ চাই। ১৫ বছরে যে গুম-খুন নির্যাতন হয়েছে সেই নারায়ণগঞ্জ আমরা চাই না। আমরা চাই, সবাই মিলে আগামী দিনের সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে বিএনপি একমাত্র শক্তি যা নারায়ণগঞ্জের ইতিপূর্বের বহু উন্নয়নের সাক্ষী।


তিনি আরও বলেন, “বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। এই বাংলাদেশে গত এক বছর পূর্বে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে এই বাংলাদেশে একটি অন্তর্র্বতীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের একটা সৌভাগ্য হয়েছে। সেটা হলো- আমাদের এখন কথায় কথায় মামলা হয় না, পালিয়ে থাকতে হয় না।


জুলাই বিপ্লবে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য সংগঠন নারায়ণগঞ্জে যে ভূমিকা পালন করেছে এবং অনেক নেতা-কর্মী নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপি নারীদের ‘অধিক গুরুত্ব দেয়’ বলেও মন্তব্য করে সাখাওয়াত বলেন, আমরা একটা কথা বিশ্বাস করি, পৃথিবীতে যা কিছু শুভ তার মধ্যে অর্ধেক দিয়েছে নারী অর্ধেক দিয়েছে নর। বিএনপিতে নারীদের অত্যন্ত গুরুত্ব রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বলতেন, নারী সমাজ এই দেশের অর্ধেক জনশক্তি। তারা যদি পিছিয়ে থাকে, অবহেলিত হয়, তাহলে দেশের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়।


বিএনপি নারী সমাজের প্রতি অধিক গুরুত্ব দেয় যাতে নারী সমাজ আগামীতে দেশের জন্য বোঝা না হয়ে দেশের জন্য আশীর্বাদ হিসেবে গড়ে উঠতে পারে। জননেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মধ্যে নারীদের জন্য বেশকিছু বিষয় উল্লেখ করা হয়েছে। সেখানে নারী শিক্ষা, নারীদের চিকিৎসা, নারীদের আইন, নারীদের বৃদ্ধভাতা বৃদ্ধি, নারীদের চাকরির সুযোগ ৩১ দফায় উল্লেখ করা হয়েছে”, যোগ করেন তিনি। বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই নারী-পুরুষ সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।


এ সময় প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু বলেন, আজকে শুধু আমি এইটুকুই বলবো, বিএনপি দিনে দিনে এগিয়ে যাচ্ছে, বিএনপি কোনো গডফাদার-গডমাদার ও কারো চক্ষু রাঙ্গানিতে ভয় পায় না। বিএনপির বাংলাদেশের বাইরে কোন প্রভু নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে দিয়েছেন, বাংলাদেশের বাইরে আমাদের কোন প্রভু নাই, বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে।


তিনি বলেন, আমরা বলতে চাই বিগত দিনে আমরা নারায়ণগঞ্জে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, কোন গডফাদারের রক্তচক্ষুকে আমরা ভয় পাইনি, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে ছিলাম মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিটা আন্দোলন সংগ্রাম আমরা সফল করেছি এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার পদত্যাগ করিয়েছি। তিনি আরো বলেন, আমরা বলতে চাই যারা বিএনপিতে আসবেন নতুন করে, আমরা তাদেরকে স্বাগত জানাই। হতে পারে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার অর্থশালী প্রতাপশালী সম্পদশালী শিল্পপতি, কিন্তু আমি বলতে চাই অবশ্যই আপনার দল করবেন বিএনপিতে আসবেন।


১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড.জাকির হোসেন, যুগ্ম আহবায়ক ফতেহ মো.রেজা রিপন, আহবায়ক কমিটির সদস্য এড.রফিক আহেমদ, ডা.মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন