Logo
Logo
×

রাজনীতি

বন্দরে ছাত্রদলের নামে আতঙ্ক রাহিদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

বন্দরে ছাত্রদলের নামে  আতঙ্ক রাহিদ

বন্দরে ছাত্রদলের নামে আতঙ্ক রাহিদ

Swapno



বিগত স্বৈরাচার সরকারের আমলে বাবা জাতীয় পার্টি নেতা মান্নান সিকদারের ছত্রছায়ায় বন্দরে একের পর এক অপকর্ম দৃশ্যমান করেছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াক শিকদার। বিগত দিন থেকেই বন্দরে তাদের পরিবারের নানা দুর্নাম থাকলেও পরিবারকে আগামী দিনে ছত্রছায়ায় দিতে পরিকল্পনাভাবে বন্দর ছাত্রদলের পদের পর মহানগর ছাত্রদলে নানা লবিংয়ের মাধ্যমে ভাগিয়ে নেন পদ।


কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে কোন ২৯ আগষ্ট অবরোধে অংশ ছাড়া কোন ভূমিকা ছিলো না এই বিতর্কিত রাহিদের, হয়নি একটি রাজনৈতিক মামলা। কিন্তু বর্তমানে তিনি ১০/২০ টি বাইক নিয়ে মহড়া দিয়ে নিজেকে বড় নেতা হিসেবে জাহির করে চাইছেন। তা ছাড়া বিগত দিনে মহানগর ছাত্রদলের পদে থেকে ছাত্রদলকে কলঙ্কিত করেছেন। তা ছাড়া গত ৫ আগষ্ট পটপরির্বতনের পর মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিতর্কিত রাহিদ ইস্তিয়াক সিকদার বন্দরে আজমেরী ওসমানের বাহিনীদের আশ্রয় দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মের মাধ্যমে ফুলে ফেঁপে বেপরোয়া হয়ে উঠেছেন।


তা ছাড়া বাবা মান্নান সিকদার জাতীয় পার্টির সক্রিয় কর্মী হিসেবে থাকলে ও ছেলে ছাত্রদলের ট্যাগ লাগিয়ে আজমেরী বাহিনী দ্বারা আশ্রয় নিয়ে এখন সেই সন্ত্রাসীদের প্রকাশ্যে আশ্রয় দিচ্ছেন। এদিকে বন্দরের এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত বিগত দিনে আজমেরী ওসমান বাহিনীদের দখলে থাকা সবই রাহিদ ইস্তিয়াক তাদের সাথে আপোষের মাধ্যমে ভাগ-বাটোয়ারা করে নিচ্ছেন। এদিকে বর্তমানে বন্দরের কাইতাখালীর অস্থায়ী পশুর হাটকে ঘিরে করছেন নানা অরাজকতা।


যাকে ঘিরে ইতিমধ্যে পশুর হাট কেন্দ্রিক তার বিরুদ্ধে দুইটি অভিযোগ পরেছে থানায়। এদিকে গত (০২ জুন) নাসিক ২৪ নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ট্রলার থেকে গরু নামানোর ভিডিও ধারন করায় ছাত্রদল নেতা রাহিদ ইস্তিয়াক সিকদারের নির্দেশনায় আজমেরী ওসমানের দোসররা ৩ জন সংবাদ কর্মীর উপরে হামলা চালায়। যা রীতিমতে বর্তমানে ভাইরাল প্রায়।  এ ঘটনায় রাহিদকে প্রধান আসামী করে থানায় অভিযোগ দায়েরের পর মামলা রঞ্জু করেছিলেন সেই সংবাদ কর্মী।


তা ছাড়া ঈদুল আযাহার পূর্বে ২৪ নং ওয়ার্ডের এই অস্থায়ী গরুর হাটকে কেন্দ্র করে রাহিদ ইস্তিয়াকের নির্দেশনায় আজমেরী ওসমানের দোসররা এলোপ্যাথারী পিটিয়ে গুরুত্বর আহত রশিদ মিয়া নামের এক ব্যাক্তিকে। এ ছাড়া ও রাহিদ ইস্তিয়াক ছাত্রদলের নাম বিক্রি করে নাসিক ২৪ নং ওর্য়াডসহ কদমতলী, আমিরাবাদসহ সকল মিল কারখানাগুলো তাদের নিয়ন্ত্রণে রেখেছেন নানান কৌশলে। এ ছাড়া ও পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে রয়েছে ডজনে ডজনে অভিযোগ। এর বাহিরে ও থানায় একটি মামলা ও দুইটি অভিযোগ রয়েছে এই কথিত ছাত্রদল নেতা রাহিদ ইস্তিয়াক সিকদারের বিরুদ্ধে। বতর্মানে ছাত্রদলের ট্যাগ ব্যাবহার করে বন্দর জুড়ে তছনছ করছে রাহিদ বাহিনী। বর্তমানে এই রাহিদেই ছাত্রদল ধ্বংসের পথে।


সূত্র জানিয়েছে, পটপরিবর্তনের পর বন্দরের বিভিন্ন স্থানে গাড়ি বহর ও মটরসাইকেলের সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়া দিয়ে বন্দরের বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম বিক্রি করে এই রাহিদ ইস্তিয়াক করছেন নানা অপরাধ। দফায় দফায় থানায় একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে পরলে ও থানার পুলিশ-প্রশাসন তার বিরুদ্ধে নেয় না কোন প্রকারের এক্যাশন। তা ছাড়া বর্তমানে বন্দরের শীতলক্ষ্যা নদীতে গরুর ট্রলার জোরপূর্বকভাবে আটক করে তাদের হাটে গরু নামানোসহ বিভিন্ন হাটে টাকার বিনিময়ে গরু দেওয়ার টেন্ডার নিয়েছিলেন এই ছাত্রদল নেতা রাহিদ ইস্তিয়াক এমটাই জানিয়েছিলেন সূত্র।


তা ছাড়া বন্দরে রাহিদের আতঙ্কে সিকদার পরিবারের কাছে জিম্মিদশায় জীবন যাপন করছে বন্দরবাসী। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে ওসমান পরিবারের বিসস্ত দোসর সিকদার পরিবার নিজেদের অবস্থান ক্লিয়ার রাখতে যেখানে যা প্রয়োজন তাই ব্যবহার করছেন বলে সূত্র জানিয়েছে। বিশাল দাপটে অবস্থানে সিকদার পরিবার নাসিক ২৪ নং ওর্য়াডসহ কদমতলী, আমিরাবাদসহ সকল মিল কারখানাগুলো তাদের নিয়ন্ত্রণে রাখতে বেশ কৌশল অবলম্বন করতে পারদর্শী বলে সচেতন এরা ।


ওসমান পরিবারের দোসর মাফিয়া জগতের সম্রাট হোন্ডা বাহিনীর গডফাদার আজমেরী ওসমানের ব্যানারে বিগত ১৬ বছর একচেটিয়া আধিপত্য বিস্তার করে। ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পরও রাহিদ ইস্তিয়াকের সিকদারের ছত্রছায়ায় পূর্বের চেয়ে আরো বেশি দাপটে অবস্থানে রয়েছে সেই সন্ত্রাসীরা।


যার ফলসূতিতে কিছুদিন পূর্বে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কাইতাখালী এলাকার মৃত আঃ মান্নানের ছেলে আব্দুল রশিদ (৪৫)কে রাস্তার মধ্যে ফেলে বেধরক মারধর করে এই রাহিদ বাহিনী। পরে তার চিৎকারে এলাকাবাসী একত্রিত হয়ে ছুটে আসলে মান্নান সিকদার, রাহিদ সিকদার, মাহবুবুল সিকদার, আনিল সিকদারসহ ৮/১০ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।


পরবর্তীতে আহত আঃ রশিদকে(৪৫)বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উল্লেখিতদের বিরুদ্ধে বম্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


এদিকে এই সিকদার পরিবারের বিরুদ্ধে বন্দরের আমিরাবাদ এলাকায় গজারিয়া ইলাস্টিকের মালিক আক্তার হোসেন জবর দখলের অভিযোগ করেন।  আক্তার হোসেন গজারিয়া ইলাস্টিক কোম্পানির মালিক অভিযোগে উল্লেখ্য করেন, আনিল সিকদার, রাহিত সিকদার, দিদারুল আলম, হৃদয়, মান্নান সিকদার, নাহিদ সিকদারসহ ৩০/৪০ জনের অঞ্জাতনামা সন্ত্রাসী বাহিনী ৬৫ শতাংশ জায়গা জবর দখল করার চেষ্টা দীর্ঘদিন যাবত করে আসছে।


তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকায় কোন কোম্পানি স্থানীয় হতে পারে না। ৬৫ শতাংশ জায়গা জবর  দখলের চেষ্টা দীর্ঘদিন যাবত করে আসতেছে। আবার প্রকাশ্য নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। স্বৈরাচারী সরকারের সময়ের আজমেরী ওসমানের হোন্ডা বাহিনীর তান্ডব লীলায় অসহায় হয়ে পড়েছিলাম।


স্বৈরাচারী সরকারের পতনের পর সিকদার পরিবার আরো বেপরোয়া হয়ে গেছে। ছাত্রদলের বহুদরজা পাল্টানো এক নেতা রাহিদ সিকদার। ছাত্রদলের রাহিদ সিকদারের দাপটে ওসমান পরিবারের দোসররা পূর্বের চেয়ে আরো ক্ষমতাধর। অলিখিতভাবে বিএনপির ক্ষমতায় এমনই মনোভাবে নিয়ে ছাত্রদলের নেতা রাহিত সিকদার ৫ আগস্টের পর ওসমানদের দোসর (সিকদার পরিবার ) অবস্থান ঠিক রাখতে রাহিত সিকদার সকল কিছু নিয়ন্ত্রণ করে যাচ্ছে।


তা ছাড়া রাহিদ ইস্তিয়াক সিকদারদের অত্যাচারে রাজ ফ্যাশন গার্মেন্টস কদমতলী এলাকা থেকে বন্ধ করে দিয়েছে। যেখানে হাজার হাজর লোক কাজ করে খেত। তাও সিকদারদের কারনে বন্ধ হয়ে গেছে। বর্তমানে বন্দরের সবই বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নাম বিক্রি করে করছেন নানান অপকর্ম।


বর্তমানে দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের উপরে নানান অভিযোগ উঠলে ও তারা কি এই বিতর্কিত রাহিদের মতো পাড় পেয়ে যাচ্ছেন কিনা সেটা নিয়ে নানান অভিযোগ উঠছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন