বিএনপি ছাড়া শুক্রবার সমাবেশের অনুমতি পেল ৩ রাজনৈতিক দল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
বিএনপি ছাড়া শুক্রবার সমাবেশের অনুমতি পেল ৩ রাজনৈতিক দল
সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং 'জুলাই ঘোষণাপত্র' পাঠের দাবিতে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) ডিআইটি চত্বরের সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। একই দিনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অংশ হিসাবে নারায়ণগঞ্জে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তা ছাড়া শহরের শহীদ মিনারে ‘জুলাই সমাবেশ’ কর্মসূচি ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন।
একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী ‘নৈরাজ্য সৃষ্টির পায়তারা’র প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন। ইতিমধ্যে এনসিপি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনকে শহরে সমাবেশ করতে অনুমতি দিলে ও একই দিনে শহরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পালনে কোন প্রকারের অনুমতি দেওয়া হয়নি এমনটাই নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানিয়েছেন, বিএনপি ব্যাতিত ৩ রাজনৈতিক দলকে সমাবেশ-পদযাত্রা পালন করার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে গত ১ সপ্তাহ যাবৎ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে নানা সময়ে পারস্পরিক দ্বন্দ্ব দেখা গেছে। যতই দিন যাচ্ছে, দ্বন্দ্ব যেন ক্রমশ বাড়ছেই। তা ছাড়া বর্তমানে বিএনপির সকল কর্মসূচি ঘিরেই ইমিতধ্যে তুলোধুনো করা হচ্ছে এনসিপি-জামায়াত ও ইসলামী আন্দোলনকে।
এমন পরিস্থিতিতে একই দিনে শহরে এই সকল রাজনৈতিক দলগুলোর এক সাথে পোগ্রামকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে চার দলের এই পৃথক কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জ শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে। কেননা চারটি কর্মসূচিই দুই কিলোমিটার এলাকার মধ্যেই।
আসন্ন নির্বাচন ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক দলগুলোর নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে এ উত্তেজনার আশঙ্কা তা ছাড়া গতকাল গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলাসহ পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের রণক্ষেত্র গোপালগঞ্জের দৃশ্যের ঘটনায় বর্তমানে দ্বন্দ্বে জড়িয়ে থাকা রাজনৈকি দলগুলোর একই দিনে শহরে বিশাল জমায়াত করে কর্মসূচিকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ মান রয়েছে।
এদিকে গণসংহতির উদ্যোগে ২০৪ সালের জুলাই আন্দোলনকে স্মরণ করতে নারায়ণগঞ্জে ‘জুলাই সমাবেশ’ কর্মসূচি ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। এদিন চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
একইদিন শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এ রাজনৈতিক দল সারা বাংলাদেশে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও এ আয়োজন করেছে। এ পদযাত্রায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও অন্তর্র্বতী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখসারির নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্থা শারমিনদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এনসিপির এ পদযাত্রা চাষাঢ়ায় এসে শেষ হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। বিকেলে চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে সমাবেশে বক্তব্যও রাখবেন কেন্দ্রীয় নেতারা।
একই দিনে ডিআইটিতে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই ঘোষণাপত্রের’ দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, ডিআইটিতে বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশের লেনে অস্থায়ী মঞ্চ করা হবে। এ সমাবেশে উপস্থিত থাকবেন দলটির প্রধান ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদও।
একই দিনে শহরের খানপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই নারায়ণগঞ্জে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জে একই দিনে দ্বন্দ্বে জড়ানো চার রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা যুগের চিন্তাকে বলেন, আগামী শুক্রবার এনসিপি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন তাদের সমাবেশ পালনের জন্য অনুমতি চেয়েছে আমরা তাদের দিয়েছি। কিন্তু বিএনপি কোন অনুমিত চায়নি এবং তাদের কর্র্মসূচি বিষয়ে আমরা অবগত নয়। আপাতত বিএনপিকে আমরা কর্মসূচি পালনের কোন অনুমিত দেয়নি।
জেলা পুলিশের কর্মকর্তারা যুগের চিন্তাকে বলেন, চারটি কর্মসূচি নয় তিনটির বিষয়ে তারা অবগত আছেন এবং কর্মসূচিগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব যুগের চিন্তাকে বলেন, আমরা ছাড়া ও একই দিনে নারায়ণগঞ্জে আরো ৩ দলের কর্মসূচি শুক্রবারে রয়েছে সেই বিষয়ে আমি অবগত নয়। যদি আমাদের কর্মসূচিটি পিছানোর প্রয়োজন হয় তাহলে আহ্বায়ক সাহেবের সাথে কথা বলে আমরা বিক্ষোভ মিছিলটি পিছবো। তা ছাড়া ডিসি অফিসের অনুমতির বিষয়ে আমি অবগত নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ যুগের চিন্তাকে বলেন, বিএনপি একইদিনে কর্মসূচি ঘোষণা করেছেন সেই বিষয়ে আমরা অবগত নয়। আর একই দিনে হলে কোন সমস্যা হবে বলে আমরা মনে করছি না। প্রয়োজনে আমরা এক সাথে বসে মত বিনিময় করে নিবো। আমাদের মধ্যে কোন সমস্যা হবে না বলে আমরা আশাবাদী।


