সজল-সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
নগরীতে মহানগর যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বৃহস্পতিবার ( ১৭ জুলাই) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ।
বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, ‘জামায়াত শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘দিল্লি গেছে স্বৈরাচার’পিন্ডি যাবে রাজাকার' শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।
এদিকে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে দুপুর আড়াইটার দিক থেকেই মহানগর বিএনপির বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা মিছিলে মিছিলে আর শ্লোগানে শ্লোগানে খানপুর হাসপাতাল রোডে হাজির হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ,যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, আশিকুর রহমান অনিসহ প্রমুখ।


