Logo
Logo
×

রাজনীতি

রূপগঞ্জ উপজেলা, তারাবো ও কাঞ্চন পৌরসভা যুবদলের বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা, তারাবো ও কাঞ্চন পৌরসভা যুবদলের বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ উপজেলা, তারাবো ও কাঞ্চন পৌরসভা যুবদলের বিক্ষোভ মিছিল

Swapno

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিলকে সফল করতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা যুবদল, তারাবো পৌরসভা যুবদল, কাঞ্চন পৌরসভা যুবদলের উদ্যোগে যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে শোডাউন করে অংশগ্রহণ করেছে।


গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল এগারোটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে সফল করতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমনের, যুবদল নেতা হাজী বাবুলের নেতৃত্বে


রূপগঞ্জ উপজেলা যুবদল ও দুই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে আর মিছিলে মিছিলে জেলা পরিষদের অপরদিকে নতুন কোর্টের সামনে জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিল যোগদান করেন। 


পরে সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে চানমারি হয়ে চাষাড়া চত্বর ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন