Logo
Logo
×

রাজনীতি

পরিবর্তন হতে হবে, পুরোনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আর খেলব না : নাহিদ ইসলাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

পরিবর্তন হতে হবে, পুরোনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আর খেলব না : নাহিদ ইসলাম

না.গঞ্জে পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম পরিবর্তন হতে হবে, পুরোনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আর খেলব না

Swapno

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। এ দেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে। এ মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না। এ পুরোনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে।


গতকাল শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে আয়োজিত পথসভা শেষে তিনি এসব কথা বলেন। পদযাত্রা কর্মসূচিতে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গতকাল রাতে জুলাই পদযাত্রার তোরণে আগুন জ্বালিয়ে দিয়েছে।


এই জনস্রোতকে বন্ধ করতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। গণঅভ্যুত্থানের পরে এই নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে তা আমরা জানি। কেন আইনশৃঙ্খলা এখনও ঠিক হচ্ছে না। আমরা সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের সেই মাফিয়াতন্ত্র, দখলদারিতন্ত্র, গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে।’ তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে।


কেন নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা এখনো ঠিক হচ্ছে না; আমরা সরকারের কাছে সেই জবাব চাই। আওয়ামী লীগের সেই মাফিয়া, দখল, গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। যেসব শহীদ পরিবার মামলা করেছে সেই পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসের যে অভয়ারণ্য তৈরি করা হয়েছিল আমরা তা ভেঙে ফেলব।


এনসিপির নারী নেত্রীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা কি কোনো হুমকিতে ভয় পাই? আমাদের বোনেরা কি ভয় পায়? আমরা কখনো ভয় পেয়েছি? আমরা ভয় পাই না, পাব না। তিনি বলেন, আমরা দেখেছি নারায়ণগঞ্জে ছাত্র-জনতা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, শনির আখড়া, সাভারে ঢাকার প্রবেশ পথে আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিস্টদের ঢাকায় ঢুকতে দেয়নি জনতা। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই ঢাকাবাসী রাজপথে নেমে এসেছিল


নারায়ণগঞ্জের সেই ইতিহাসকে শ্রদ্ধা করি উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছেন। আমরা সব শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করি।


নাহিদ বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তনের কথা বলেছিলাম। এই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতে হবে। পুরোনো রাষ্ট্র ব্যবস্থার একটা চরম উদাহরণ- এই নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এই একই সিস্টেমে পুরা বাংলাদেশ এত বছর ধরে পরিচালিত হয়ে আসছে।’


এ সময় উপস্থিত ছিলেন-দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।


এ পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু প্রমুখ।

এরআগে সকালে মুন্সিগঞ্জে পদযাত্রা শেষে দুপুরে নারায়ণগঞ্জে আসেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। পরে দুপুরের খাবার শেষে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। দলটির কয়েক হাজার নেতা, কর্মী ও সমর্থক অন্তত তিন কিলোমিটার পর হেঁটে চাষাঢ়ায় এসে থামেন। সেখানে সড়কের উপর ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ করা হয়।


সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পদযাত্রা শেষ করে এনসিপির গাড়িবহর চাষাঢ়া-আদমজী সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয় বলে জানান নেতারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন