মানুষের সঙ্গে গাদ্দারি করে গণতন্ত্রকে হত্যা করে আ.লীগ : আখতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
মানুষের সঙ্গে গাদ্দারি করে গণতন্ত্রকে হত্যা করে আ.লীগ : আখতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতির কড়া সমালোচনা করেন, আওয়ামী লীগকে 'ভারতীয় দল' আখ্যা দিয়ে তাদের দোসরদের বিচারের দাবি জানান। গতকাল শুক্রবার (১৮ জুলাই) ‘পদযাত্রা শুরু’র আগে নিতাইগঞ্জে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আখতার হোসেন সরাসরি আওয়ামী লীগের ভারতীয় যোগসাজশের অভিযোগ তোলেন।
তিনি বলেন, "বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদের হুমকি দেখাতে চায়। আখতার হোসেন আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশি রাজনৈতিক দল না।
আওয়ামী লীগ ভারতীয় দল। এ কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা বলি শুধু তোমাদের জীবদ্দশায় নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবাদাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ মেনে নিবে না।’
আওয়ামী লীগের নির্বাচনী প্রক্রিয়া নিয়েও আখতার হোসেন প্রশ্ন তোলেন। তিনি বলেন, "আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে আওয়ামী লীগের সেবাদাস জাতীয় পার্টি, ১৪ দল। তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের ডামি নির্বাচনগুলো বৈধতা দিয়েছে।"
তিনি দ্ব্যর্থহীন ভাষায় দাবি করেন, "আওয়ামী লীগের সকল দোসরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।" আখতার হোসেন আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, "আওয়ামী লীগ অস্থিমজ্জায় সন্ত্রাসী সংগঠন। তাদের মধ্যে ভালো নেতা খুঁজতে গেলে আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে।"


