শাহ আলমকে মনোনয়ন না দিলে তিন নেতাকে ঘেরাও করবেন বিএনপি নেতা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
শাহ আলমকে মনোনয়ন না দিলে তিন নেতাকে ঘেরাও করবেন বিএনপি নেতা
নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলমকে এমপি পদে মনোনয়ন না দিলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়া ও বিএনপি'র মহাসচিবকে ঘেরাও করার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা।
গতকাল (২৩ জুলাই) ভুইগড় এলাকায় বিএনপি'র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “শাহ আলম সাহেবের জন্য আমরা নমিনেশন আনবো। প্রয়োজন হলে আমরা আত্মহুতি দেবো কেন্দ্রীয় অফিসের সামনে। তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ও বিএনপি'র মহাসচিবকে ঘেরাও করবো। বিএনপির সর্বোচ্চ মহলকে পরিষ্কার ভাষায় বলতে চাই ফতুল্লাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে কাউকে ছাড়া হবে না।
” তিনি আরও বলেন,এখানে কোন জোট চলবে না। “এই খেলা আর খেলবেন না। ধানের শীষ ছাড়া ফতুল্লায় কিছু চলবে না। ফতুল্লার জনগণের আবেগ, আশা-আকাঙ্খা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ফতুল্লার মানুষদের প্রিয় নেতা শাহ আলমকে বাদ দিয়ে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়া মানেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” লুৎফর রহমান খোকার এই বক্তব্য ঘিরে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


