৫ আগষ্টের পর বিএনপিতে অক্টোপাসের মতো নেতা গজিয়েছে : পান্না মোল্লা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
৫ আগষ্টের পর বিএনপিতে অক্টোপাসের মতো নেতা গজিয়েছে : পান্না মোল্লা
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা বলেছেন, গত ৫ আগষ্টের পর নারায়ণগঞ্জ বিএনপিতে অক্টোপাসের মতো নেতা গজিয়েছে, তারা এখন এমপি নমিনেশন চায়, নির্বাচনে অংশ নিতে চায়। আমাদের একটি নেতা রয়েছে। যিনি নারায়ণগঞ্জ বিএনপির নির্ভরযোগ্য জায়গায় বসে এমপির স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বাস করেন।
গতকাল বুধবার (২৩ জুলাই) বিকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ শাহ আলমের নির্দেশনায় ফতুল্লার ভূঁইঘর কড়ইতলা সোনালী সংসদ মাঠে ৩১ দফা বাস্তবায়নে ও ফতুল্লা থানার সদস্য নবায়ন ও সদস্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পান্না মোল্লা এসব কথা বলেন।
তিনি বলেন, এই নারায়ণগঞ্জ-৪ আসনে ২০০৮ সালে আমাদের নেতা শাহ-আলম সাহেব নির্বাচিত হয়েছিলেন। তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে ফেল করনো হয়েছিলো। তা ছাড়া বিগত দিনে উনি ফতুল্লার প্রতিটি ওয়ার্ড-ইউনিয়নের কমিটি করে শাহ আলম সাহেব বিএনপিকে উজ্জীবিত করে রেখেছিলেন। তা ছাড়া ১৬ বছরের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাদের হামলা-মামলা খাওয়া নেতাকর্মীদের দায়িত্ব শাহ-আলম সাহেব নিয়েছিলেন।
তিনি আরো বলেন, যারা গত ১৬ বছর আওয়ামী লীগের দোসর ছিলেন, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের দোসর ছিলেন। তাদের জায়গা কুতুবপুর কেন বাংলাদের মাটিতে আর হবে না। কুতুবপুরের এক ভূমিদুস্য বিগত দিনে আওয়ামী লীগের সাথে আমাদের এলাকাকে ধ্বংস করেছে। একই সাথে এই ভূমিদুস্য আওয়ামী লীগের সাথে মিলে আমাদের নেতাকর্মীদের হামলা-মামলা দিয়েছে। আজকে কিছু কিছু বিপদগামী নেতা এই ভূসিদুস্য সন্ত্রাসীকে পূণরায় প্রতিষ্ঠিত করতে চাইছে।
যারা বিগত দিনে আওয়ামী লীগের দোসর ছিলেন, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের দোসর ছিলেন তারা নারায়ণগঞ্জের আছেন পালিয়ে তারা আর নারায়ণগঞ্জে শুধু নয় বাংলাদেশে আসার পরিকল্পনা কইরেন না। দেশের মানুষকে আপনারা যে অত্যাচার করেছেন তারা আপনাদের পেলে ছিঁড়ে খাবে ।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, প্রধান বক্তা হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ আকবর, বিশেষ অথিতি ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্বাস আলী বাবুল, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলাউদ্দিন বারী,ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য আমিরুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন, আবু তাহের মোল্লা, আবু বখতিয়ার সোহাগ, কাজী নাজমুল, সাঈদ রেজাসহ আরো উপস্থিত ছিলেন, বোরহান বেপারী, রাশেদুল হক মিলকী, এনামুল হক মামুন, জাহাঙ্গীর, নজরুল ইসলাম, বায়োজীদ হাসানসহ প্রমুখ।


