যুবলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
যুবলীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী
যুবলীগ থেকে ডিগবাজি দিয়ে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী হয়ে সুমন খাঁন আরো বেপরোয়া হয়ে উঠেছেন। প্রতিনিয়ত তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে বিষয়গুলি দলের নেতাদের নজরে আসলে ও তাকে মহানগর ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের গুটি কয়েকজন নেতাকর্মী তাকে শেল্টার দিয়ে বেপরোয়া হতে সহযোগীতা করছেন।
এ দিকে ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী এই সুমন খাঁনের বিরুদ্ধে গত বছরের (১৯ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের যুবলীগ নেতাকর্মীদের সাথে প্রকাশ্যে গুলি চালনোর ছবিসহ ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তা ছাড়া মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক রেজা উজ্জ্বলসহ শহীদ নগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটুর সহযোগী হিসেবে পরিচিত এই সুমন মিয়া বর্তমানে ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী হিসেবে এলাকায় ব্যানার-ফেস্টুন লাগানো নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে ।
সকলেই বর্তমানে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। সকলের অভিযোগ বিগত দিনে আওয়ামী লীগের নেতারাই বিএনপির ছায়াতলে গিয়ে আবারো অত্যাচার নিপীড়িন শুরু করেছে। এমন নানান অভিযোগ আগামী নির্বাচনে বিএনপির জন্য কাল হয়ে দাঁড় হতে পারে। আর তা হবে এমন যুবলীগ থেকে ডিগবাজি দেওয়া আওয়ামী দোসর সুমনকে স্বেচ্ছাসেবক দলে আশ্রয় দিতে যাওয়া নেতাদের কারণে।
এদিকে গত (১৭ ফেব্রুয়ারি) ৩১ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু। কমিটিতে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলমকে ৭নং যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিলো বলে অভিযোগ উঠেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে তেমনই ভাবে বর্তমানে শহরের চিহ্নিত যুবলীগ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী হয়ে পরবর্তীতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ট্যাগ লাগিয়ে সদর থানা পুলিশের কাছ আটকের পর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের এক প্রভাবশালী নেতার ছায়াতলে মুক্ত হওয়া সেই যুবলীগ নেতা সুমনকে নাসিক ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব দিতে চলছে দেনদরবারসহ নানা বিতর্ক। এদিকে গত ফেব্রুয়ারী মাসে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অনুমোদন দেন যেখানে অনেক আওয়ামী লীগের দোসরকে বাণিজ্যের মাধ্যমে কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে একজনকে বহিস্কার ও করা হয়েছিলো।
তেমনইভাবে ওয়ার্ড কমিটিগুলোতে ও বর্তমানে নয়া কমিটিকে ঘিরে বাণিজ্যের মাধ্যমে আওয়ামী দোসর স্থান দেওয়ার পরিকল্পনা বৃদ্ধমান রয়েছে। বর্তমানে ১৮ নং ওয়ার্ড জুড়ে আলোচনা-সমালোচনা উঠছে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীরা বলছে দ্রুত এই যুবলীগ নেতা দোসর সুমন খাঁনকে স্বেচ্ছাসেবক দলে আসা থেকে বিরত না রাখলে আগামীতে স্বেচ্ছাসেবক দল জণগনের আস্থা হারাবে।
এ বিষয়ে সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন যুগের চিন্তাকে বলেন, আমরা বিষয়টি শুনেছি। তিনি জায়গায় জায়গায় স্বেচ্ছাসেবক দলের ১৮ নং ওয়ার্ড সভাপতি হিসেবে নিজেকে দাবি করে ব্যানার-ফেস্টুন লাগিয়েছে। তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেগুলো দেখেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আর এখনো কমিটি আমরা দেইনি। আমরা আন্দোলণ সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের হাতেই কমিটি তুলে দিবো।
সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস যুগের চিন্তাকে বলেন, আমরা এখনো কমিটি বানাইনি। আমরা আপাতত খসড়া তৈরি করেছি। যাচাই-বাছাই ছাড়া আমরা কমিটি দিবো না।


