Logo
Logo
×

রাজনীতি

মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যের ডাক, না.গঞ্জে বাড়ছে দ্বন্দ্ব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম

মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যের ডাক, না.গঞ্জে বাড়ছে দ্বন্দ্ব

মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যের ডাক, না.গঞ্জে বাড়ছে দ্বন্দ্ব

Swapno

আগামী নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রতিটি আসনের মধ্যেই বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় প্রতিটি আসনের একে অপরের ভেতরে জটিল দ্বন্দ্ব কাজ করছে। এই দ্বন্দ্ব যেন দলীয় কর্মসূচিতে প্রভাব না ফেলে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে সেজন্য উদ্যোগ নিচ্ছে দলটির হাইকমান্ড।


দ্বন্দ্ব ও গ্রুপিং নিরসনে কেন্দ্র থেকে তৃণমূলে বার্তা দিয়েছে হাইকমান্ড। তা ছাড়া চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা, তারিখ তিনি ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।


তাছাড়া নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার চেষ্টা করছে। এ অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এ সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। সেই অপশক্তিকে প্রতিহত করে নির্বাচনী বাধা এড়াতে তিন মাসব্যাপী একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজপথে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদসহ নানা দাবিতে মাঠে নামার পরিকল্পনা করছে সাবেক বিরোধী দল বিএনপি। এসব কর্মসূচি বাস্তবায়নে দলটি রোডমার্চ, বিভাগীয় সমাবেশ এবং আসনভিত্তিক পদযাত্রার মতো বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সকল নেতাকমীদের সর্বদা মাঠে সক্রিয় রাখা হবে। এ ছাড়া উসকানিমূলক বা আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্যগুলোকে আমলে না নেওয়ার পরামর্শও দিয়েছে হাইকমান্ড তা ছাড়া প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। কিন্তু এ নিয়ে যেন কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয়।


মনোনয়নপ্রত্যাশীরা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি সফল করবেন। তা না হলে কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানিয়েছে দিয়েছেন বিএনপির হাইকমান্ড। কিন্তু বার বার এমন ঐক্যের ডাক আসলে ও বর্তমানে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে উঠেছে। বর্তমানে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জের ৪ ও ৫ আসন নিয়ে চলছে নানা দ্বন্দ্ব।


এই দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা একে অপরের বিরুদ্ধে সভা-সমাবেশে রাখছেন পাল্টাপাল্টি বক্তব্যে যেখানে উসকানি ভিতরগতভাবে উসকানি রয়েছে আওয়ামী লীগের কিছু কতিপয় নেতাকর্মীদের। যার মাধ্যমে আধিপত্য দ্বন্দ্বে জড়িয়ে পরছেন মনোনয়ন প্রত্যাশীরা। এ ছাড়া বড় দল হিসেবে একেকটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী নেতা রয়েছেন বিএনপির। কিছু কিছু এলাকায় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বও রয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়।


এতে বলা হয়, আসনভিত্তিক পদযাত্রা কর্মসূচিসহ সামনের দিনে যেসব কর্মসূচি নেওয়া হবে তা সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবে। সেক্ষেত্রে দলে কোনো গ্রুপিং নেই-এই প্রত্যয়ে একসঙ্গে কাজ করবে। প্রস্তাবগুলো নিয়ে দু-এক দিনের মধ্যে আবারও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে কর্মসূচিকে সুনির্দিষ্ট করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া হবে। পরে তা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার কথা রয়েছে  বলে জানা গেছে।


তাছাড়া গতকাল প্রধান উপদেষ্টার সাথে ১২ দলীয় জোটের বৈঠকের পর চলতি সপ্তাহে নির্বাচনের ঘোষণা আসছে এমন বিষয়ের পর বিএনপির নানা নির্দেশনাতে কিছুটা পরিবর্তন আসতে পারে। তাছাড়া বর্তমানে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কর্মসূচি মাঠপর্যায়ে চলছে। যার ফাঁকে ফাঁকে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কারের প্রস্তাব জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পরছে।


কিন্তু নারায়ণগঞ্জের আসনগুলোতে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী ও ব্যবসায়ী বিএনপি মনা ব্যবসায়ীদের মনোনয়নযুদ্ধের পাশাপাশি পাল্টাপাল্টি বক্তব্যে-মন্তব্যেতে দ্বন্দ্ব প্রকাশ্যে রয়েছে। তা ছাড়া নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এমন একটি পরিস্থিতি বিদ্যমান রয়েছে। যেখানে তারা টাকা জোরে বিএনপি থেকে মনোনয়ন না পেলে অনেকেই স্বতন্ত্র প্রার্থী নিয়ে নির্বাচন করবেন।


যা বর্তমানে বিএনপি নেতাকর্মীদের নানান বক্তব্যে উঠে আসছে এমনটাই। তা ছাড়া বর্তমানে জোটের কোন প্রশ্ন না থাকায় বিএনপির নারায়ণগঞ্জের প্রতিটি আসনে মনোনয়ন প্রত্যাশীরা একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এদিকে বর্তমানে কেন্দ্রীয় হাইকমান্ড নির্দেশ দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যেবদ্ধ থাকার আহ্বান কিন্তু নারায়ণগঞ্জে বিএনপির প্রত্যাশীরা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন