Logo
Logo
×

রাজনীতি

পাঁচ বছরে গত ২০ বছরের রেকর্ড ভেঙে দিব: কাসেমী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম

পাঁচ বছরে গত ২০ বছরের রেকর্ড ভেঙে দিব: কাসেমী

পাঁচ বছরে গত ২০ বছরের রেকর্ড ভেঙে দিব: কাসেমী

Swapno

জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মনির হোসাইন কাসেমী বলেন, “তবে এতোটুকু বলতে পারি বিগত ২০ বছরে নারায়ণগঞ্জ-৪ আসনে যতটুকু ভাঙারির মতো উন্নয়নের কাজ হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য যদি আল্লাহ আমাকে মনোনীত করেন এবং আমি যদি নির্বাচিত হতে পারি, আগামী পাঁচ বছরে গত ২০ বছরের রেকর্ড ভেঙে দিব ইনশাআল্লাহ।”


গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে শহরের অক্টো অফিস সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। মনির হোসাইন কাসেমী বলেন, “জনপ্রতিনিধি একটি পবিত্র দায়িত্ব। এ দায়িত্বে সম্মানজনকভাবে আসতে হবে। যদি সম্মানজনকভাবে আসে, তাহলে জনগণের সমর্থন নিয়ে তাদের সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে এলাকায় ও ঘরে ঘরে ঘুরে যাব। এর বাহিরে কিছু করার নেই। নিয়মের ব্যত্যয় (নিয়ম ভঙ্গ) বা কাজও করার ওয়াদা করব না”।


জোট প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের প্রয়োজনে আমি কার সাথে মিলব সেটা আমার বলার সুযোগ নেই। একাও চলতে পারি এবং জোটও হতে পারে, সে জোট কার সাথে হবে এটা দল সিদ্ধান্ত নিবে। যখন যার সাথে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার সাথে চলা আমার দায়িত্ব এবং আমাকে যারা ভালোবাসে তারাও তার পিছনে চলবে ইনশাআল্লাহ”।


ফতুল্লা থানার আহ্বায়ক মামলানা এম. মোফাজ্জল ইবনে মাহফুজের সভাপতিত্বে উপস্থিত জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশীদ, মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন