শিল্পপতিদের ইচ্ছা ১০০ কোটি খরচ করে এমপি হয়ে ১ হাজার কোটি কামানো : এড. টিপু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
শিল্পপতিদের ইচ্ছা ১০০ কোটি খরচ করে এমপি হয়ে ১ হাজার কোটি কামানো : এড. টিপু
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, গত ৫ আগষ্টের পর বিএনপিতে কিছু বসন্তের কোকিলের মতো যে শিল্পপতিরা বিএনপিতে এসেছে তাদের ইচ্ছা হলো ১০০ কোটি টাকা খরচ করে এমপি হয়ে ১ হাজার কোটি টাকা কামানো। যাকে ঘিরে এক শিল্পপতি বিএনপির দুই-এক জন নিস্ক্রিয় কুলাঙ্গার শিল্পপতিদের বেতনভুক্ত করে তাদের পাশে রাখছেন।
আরেকজন শিল্পপতি রয়েছেন তিনি বিএনপির বহিস্কৃত ও বিগত দিনে ওসমান পরিবার ও গডফাদার শামীম ও সেলিম ওসমানের দালালি করেছেন তাদেরকে নিয়ে সেই শিল্পপতি ঘুরেফেরা করছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল চারটায় মুছাপুর ইউনিয়নের হরিবাড়ি এলাকায় এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিল্পপতিরা যদি কোনভাবে সাংসদ সদস্য হতে পারে তাহলে সকলের মাথা কিনে নিবে।
আর তারেক রহমান যদি আমাদের মতো ত্যাগীদের মনোনয়ন দেয় ও আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের এমপি হওয়ার সুযোগ করেন তাহলে ২৪ ঘন্টা আপনাদের জন্য আমাদের দরজা আপনাদের জন্য খোলা থাকবে। তা ছাড়া যদি মুছাপুরে রাত ৩টা বাজে ও কাউর জানাযা হয়, আমাদের ডাকলে আমরা সেখানে উপস্থিত হয়ে যাবো। আর শিল্পপতিদের ডাকলে ও কেউ পাবেন না। কারণ তারা জনসেবা নয় টাকা কামাতে এসেছেন।
তিনি বলেন, ‘আপনারা যেমন বিএনপি সম্পর্কে জানবেন, তেমনিভাবে আওয়ামী লীগ সম্পর্কে আপনাদের জানতে হবে। জানতে হবে খুনি শেখ মুজিবর সম্পর্কে, জানতে হবে খুনি শেখ হাসিনা সম্পর্কে, জানতে হবে মাদকাসক্ত শেখ হাসিনার কুলাঙ্গার পুত্র জয় সম্পর্কে। তারপরে আপনারা সিদ্ধান্ত নিবেন আওয়ামী লীগকে কি লাথি মারবেন না ঘরে আনবেন।
তিনি আরো বলেন, ‘২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত শেখ হাসিনাকে শেল্টার দিয়েছিল। এরা কারা? দেশটাকে লুটপাট করে রেখে পালিয়ে গেছে, এরা হলো নারায়ণগঞ্জের ওসমান পরিবার। আমাদের নারায়ণগঞ্জেও লুটপাটকারীরা ছিল, গডফাদাররা ছিল।
শামীম ওসমান, সেলিম ওসমান, আজমির ওসমান, অয়ন ওসমান, তারাও তাদের সাঙ্গপাঙ্গরা নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে এবং এই নারায়ণগঞ্জকে ধ্বংস করে রেখে গেছে।’


