Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপিকে এড়িয়ে চলেন তিন সংগঠনের নেতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

মহানগর বিএনপিকে এড়িয়ে চলেন তিন সংগঠনের নেতা

মহানগর বিএনপিকে এড়িয়ে চলেন তিন সংগঠনের নেতা

Swapno

নির্বাচনী হওয়ার সাথে সাথে পরিবর্তন ঘটছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের  নেতা পরিবর্তন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল এসমস্ত সকল সহযোগী সংগঠনকে আন্দোলন সংগ্রাম থেকে শুরু বিগত সময়ে সাংগঠনিক সহযোগীতা এবং তাদের সাপোর্ট করে নারায়ণগঞ্জ মহানগরের অঙ্গসংগঠনের দায়িত্বশীল পদগুলোতে অদিষ্ঠিত করেছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।


কিন্তু সাম্প্রতিক সময়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মহানগর এলাকায় বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের সাথে হাত মিলিয়ে নেতা পরিবর্তন করছেন নারায়ণগঞ্জ মহানগরের অঙ্গসংগঠনের দায়িত্ব প্রাপ্ত নেতারা। এরমধ্যে মহানগরের কর্মসূচিগুলোতে ছাত্রদলের কোন প্রকার অবস্থান নেই বললেই চলে। যুবদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল, কৃষকদলের নেতারা অংশ নিলেও এসকল সংগঠনের অনেকেই নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বা বিএনপি অন্যান্য সিনিয়র নেতাদের হাত মিলিয়ে মহানগর বিএনপির বর্তমান কমিটির সঙ্গ ত্যাগ করেছেন। তবে নেতৃত্বে টিকে থাকতে মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লোক দেখানো হিসেবে অংশ নিচ্ছে যুবদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল, কৃষকদলের নেতারা।


সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বর্তমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পরিচালিত হচ্ছে। এছাড়া উভয়ই আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তবে তাদের মধ্যে সংগঠন পরিচালনার ক্ষেত্রে কোন প্রকার বিভক্তি বা গ্রুপিং লক্ষ্য না করা গেলেও নারায়ণগঞ্জ মহানগরের অঙ্গসংগঠনের নেতাদের মহানগর বিএনপির সঙ্গ ত্যাগ করতে দেখা যাচ্ছে। তাছাড়া কমিটিতে টিকে থাকতে শুধুমাত্র নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিগুলোতে নামমাত্র অংশ নিচ্ছে।


এসকল সংগঠনের নেতারা হচ্ছেন-নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন। যিনি বহু আগেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সঙ্গ ত্যাগ করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সাথে হাত মিলিয়ে তার বলয়ে যোগ দেন। তাছাড়া মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচিতে শ্রমিকদলের ব্যানারে তাঁকে অনুউপস্থিত দেখা যায়। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামানের সাথে হাত মিলিয়ে তার বলয়ে যোগ দেন। কিন্তু মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে এড়িয়ে চলা শুরু করেন।


তবে কমিটিতে টিকে রাখতে লোক দেখানো সমর্থকদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে অংশ নেন। এমনকি কর্মসূচি শেষ না হতেই সেই কর্মসূচির স্থান ত্যাগ করেন। অথচ,এই মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা সাখাওয়াত-টিপুর প্রচেষ্টায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হয়েছিলেন রানা। এদিকে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন নেতৃত্বের অযোগ্যতার ফলে তাঁকে মহানগর কৃষকদলের সভাপতি করেও সেই কমিটি বিলুপ্ত করেছিলেন।


পরবর্তীতে মহানগর বিএনপি নেতাদের হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি হয়ে আসেন। তবে কমিটি গঠনের পর দীর্ঘদিন নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সঙ্গ দিয়ে আসলেও অজ্ঞাত কারণে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান বলয়ে ভীড়তে দেখা যায়। পরবর্তীতে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী হওয়ার পর থেকে পুরোপুরি মহানগর বিএনপির সঙ্গ ত্যাগ করেন। কিন্তু নেতৃত্বে টিকে থাকার প্রয়াসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে লোক দেখানো অংশ নিচ্ছেন স্বপন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন