Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনকে ঘিরে সাংগঠনিক ব্যবস্থায় তৎপর হচ্ছে বিএনপি

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

নির্বাচনকে ঘিরে সাংগঠনিক ব্যবস্থায় তৎপর হচ্ছে বিএনপি

নির্বাচনকে ঘিরে সাংগঠনিক ব্যবস্থায় তৎপর হচ্ছে বিএনপি

Swapno

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে করে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রতিটি আসনের প্রতিটির মধ্যেই বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। এদের মধ্যে যোগ্যতা যাচাই-বাছাই ৫ই আগষ্ট পূর্বের ও পরবর্তী রাজপথের সক্রিয় ভূমিকাসহ নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে পরিচিত এবং জনগণ যাদের চিনেন এমন প্রার্থী যাচাই-বাছাই করছে দলটি।


তার পাশাপাশি বিএনপিকে জনগণের সামনে ক্লিন হিসেবে উপস্থাপন করতে শুরু হয়েছে সাংগঠনিক ব্যবস্থা যাকে ঘিরে নারায়ণগঞ্জসহ সারাদেশে ২১ জন বিশৃঙ্খল নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে দলীয় হাইকমান্ড। তা ছাড়া আগামী নির্বাচন পর্যন্ত এই ব্যবস্থার কার্যক্রম অবহৃত থাকবে বলে জানিয়েছে সূত্র। এর পাশাপাশি এয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলা হয় সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি বর্তমানে নির্বাচনকে ঘিরে প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সৃষ্টি হচ্ছে দ্বন্দ্ব ও গ্রুপিং।


এগুলো  নিরসনের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি বা আগামীতে দলীয় সকল কার্যক্রম সফল করার নির্দেশনা এসেছে। তা না হলে কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানিয়েছে দিয়েছেন বিএনপির হাইকমান্ড। এদিকে চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা, তারিখ তিনি ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ১১ দলীয় জোট। সেই হিসেব অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপির নেতাকর্মী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।


বর্তমানে নতুন সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখছেন পাশাপাশি জনসম্পৃক্ততার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বির্নিমানের ৩১ দফা। তা ছাড়া বর্তমানে বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা নির্বাচনকে ঘিরে দলের জন্য দিন-রাত মাঠে কাজ করলেও বিএনপির কিছু নামধারী কথিত নেতাকর্মীরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয়-পশ্রয় দিয়ে নিজেদের কোলে উঠিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন তা ছাড়া তাদের সাথে আপোষের মাধ্যমে সক্য ব্যবসা-বানিজ্যে ভাগবাটোয়ারা করছেন।


তা ছাড়া দলের নাম বিক্রি করে হেয় অপকর্মের সাথে গত ৫ আগষ্টের পর থেকেই লিপ্ত হয়ে পরেছেন। সাধারণ জনগণের বাড়ি-ঘর, ব্যবসা-বানিজ্যে আগুন লাগিয়ে বা আগুন দেওয়ার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, তা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা-বানিজ্যে পার্সেন্টিজের মাধ্যমে দেখভালসহ এমন নানা অবৈধ কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন এমন নেতাকর্মীদের তালিকা করছে দলীয় হাইকমান্ড এমনটাই জানিয়েছে সূত্র। এর পাশাপাশি এদের বিরুদ্ধে যাচাই-বাছাই করে শীগ্রই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি।


সূত্র বলছে, গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতির মাধ্যমে সংঘাত, চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জসহ সারাদেশে বিএনপির ২১ জন নেতাকর্মীদের দল বহিস্কার করেছেন বিএনপি।


বহিস্কৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফতুল্লা থানা বিএনপি’র সদস্য লুৎফর রহমান খোকা, ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান, ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন,


ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সাজিদ, ডা. শাওন ও ডা. রাকিব, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন, চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সহ-সভাপতি ছেঙ্গারচর পৌর বিএনপি আব্দুল মান্নান লস্কর,


মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া এবং লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন সুমন। এর বাহিরে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের প্রতিটি আসনের প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীদের গত ৫ আগষ্টের পরবর্তী অপকর্মের তালিকা তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে যোগ্যতা যাচাই করা হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের।


তা ছাড়া মনোনয়ন ক্ষেত্রে কেন্দ্রের স্পষ্ট নির্দেশনা যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল না বা রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেনি। এমন কোন প্রার্থী নির্বাচনে মনোনয়ন পাবে না। এদিকে নারায়ণগঞ্জের ৫ টি আসনে যারা আন্দোলন সংগ্রামে রাজেথে ছিলো নেতাকর্মীদের সাথে সংযোগ আছে এবং জনগণ যাদের চিনেন এমন প্রার্থীদের মধ্যে থেকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে সূত্র আরো জানায়, ব্যবসায়ী যারা রাজপথে সক্রিয় নয় এমন বিএনপি নেতা কিংবা বহিষ্কৃত বিএনপি নেতাদের মনোনয়ন দেয়ার প্রশ্নই আসে না।


নারায়ণগঞ্জে অতীতে বিএনপির সাথে শক্তিশালীভাবে আকরে ছিলো এমন নেতাদের দেওয়া হবে মনোনয়ন। তা ছাড়া আগামী দিনে জেলার ৫টি আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মনোয়নয়ন প্রত্যাশীদের অতীত কর্মকাণ্ড ও শিক্ষাগত যোগ্যতা এবং ৫ ই আগষ্টের পরে ওই নেতা ও তার কর্মী সমর্থকদের ভূমিকা এবং স্বচ্ছ বা ক্লিন ইমেজের ব্যাপারে খোঁজ খবর নিয়েই মনোনয়ন চূড়ান্ত করবে কেন্দ্র এটি সাব জানিয়ে দেওয়া হয়েছে।


এই যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে যদি কোন মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে গত ৫ আগষ্টের পরবর্তী সময়ের কোন প্রকারের স্পষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে দলের নেতাকর্মীরা এমনটাই জানিয়েছে সূত্র। যাকে ঘিরে বর্তমানে নারায়ণগঞ্জে গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের দোসরদের আশ্রয়-পশ্রয়সহ নানা এলাকায় এলাকায় সমাজ্যে গড়ে তোলা অপকর্মকারী নেতাদের মাঝে আতঙ্ক চলছে। তা ছাড়া বর্তমানে নারায়ণগঞ্জে বিএনপির কথিত লুটপাট ও অপকর্মকারীদের বিরুদ্ধে তালিকা রয়েছে গোয়ান্দা শাখাসহ বিএনপির সকল পর্যায়ের নেতাদের হাতে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন