Logo
Logo
×

রাজনীতি

৫ আগষ্টে গণঅভ্যুত্থান দিবসে রাজনৈতিক দলগুলোর বিজয় র‌্যালী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

৫ আগষ্টে গণঅভ্যুত্থান দিবসে রাজনৈতিক দলগুলোর বিজয় র‌্যালী
Swapno

 দীর্ঘ সাড়ে ১৫ বছর একচেটিয়া শাসন শোষনের পরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালাতে ২০২৪ সনের ৫ আগষ্ট। পরবর্তীতে ৮ আগষ্ট অর্থনীতিবিদ ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তিকালিন সরকার গঠন করা। সেই থেকে হাসিনা পালিয়ে যাওয়ার এর একদিন পরেই এক বছর অতিবাহিত হতে যাচ্ছে। গত বছরের ৫ আগষ্টকে গণঅভ্যুত্থান দিবস ঘোষনা করে অন্তর্বর্তীকালিন সরকার। সেই হিসেবে আগামী ৫ আগষ্টে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজনৈতিক দল গুলো  বিজয় র‌্যালী করবে বলে ঘোষণা দিয়েছে। একই সাথে জুলাই আন্দোলনে শহীদদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

এদিকে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল গুলো নানা কর্মসূচি ঘোষনা করেছে। তার মাঝে বিএনপি জামায়াত সহ ইসলামী দল গুলো বৃহৎ আকারে সারাদেশে কর্মসুচি দিয়েছে। এই কর্মসূচিকে বাস্তবায়নের মাধ্যমে সফল করার জন্য প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জের রাজনৈতিক দল গুলোর জেলা মহানগর।

জানাযায়, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মহানগর জামায়াতে ইসলামী ৫ আগষ্ট চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল করবে বিকেল ৩ টায়।

এই বিষয়ে মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার জানান, জুলাই বিপ্লবের মূল স্পিরিটকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেমনিভাবে আমরা বিপ্লব ছিনিয়ে নিয়েছি,তেমনি ভাবে আগামী দিনে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে শান্তি কামি মানুষের অধিকার নিশ্চিত করব। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ চাষাঢ়ায় শহর কেন্দ্রিক নেতাকর্মীদের নিয়ে গণসমাবেশ ও গণমিছিল করার জন্য আমাদের সর্বাত্বক প্রস্তুতি রয়েছে। আমাদের ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মী এদিন শহরে গণমিছিলকে সাফল্য মন্ডিত করার জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়া আগামী ৫ ও ৬ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে ৫ আগষ্টে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ও ৬ আগস্ট ঢাকায় বিএনপির বিজয় মিছিলকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভার মাধ্যমে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।

এসময় মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিষ্টরা যেন আমাদের মাঝে প্রবেশ করতে না  পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করতে হবে। ৫ আগষ্টে আমরা বন্দর উপজেলায় বিজয় র‌্যালী করবো। এজন্য সকল নেতাকর্মীকে সেখানে অংশ গ্রহন করার আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আগামী ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জুলাই যোদ্ধা শহীদদের জন্য খতমে কুরআন, দোয়া, গণজমায়েত এবং বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। বিজয় মিছিলকে সফল করতে ৩ আগস্ট বাদ আছর ইসলামী আন্দোলন জেলা মহানগর কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থান যাদের ত্যাগ ও কোরবানীর বিনিময়ে সংঘটিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি তাদের স্মরণে দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। কাজেই জুলাই যোদ্ধাদের স্মরণীয় রাখতে আমাদের এ আয়োজন।

অপরদিকে ৫ আগষ্টের দিন নারায়ণগঞ্জের প্রতিটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। একমাত্র আওয়ামী লীগ ও তাদের সমমনাদের ব্যতিত। তবে নারায়ণগঞ্জে ইতোমধ্যে ৫টি রাজনৈতিক দল একই সময়ে পাশা পাশি জায়গায় সভা সমাবেশ করে শৃঙ্খলার পরিচয় দিয়েছে। কোন ধরনের সংঘাত ঘটে নাই। ৫ আগষ্টেও শহর কেন্দ্রিক তাদের সভা মিছিল হলেও আগের মত শান্তি বজায় রেখে দৃষ্টান্ত তৈরীঢ করবে রাজনৈতিক দল গুলো।  

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতিতে বিতর্ক, সমালোচনা থাকবেই, আর থাকবে ক্ষমতায় থাকা বা যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা থ্কাা স্বাভাবিক। একেই অনেকে বলেন গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু জবাবদিহির পরিবেশ না থাকলে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে না। গণতন্ত্রের সৌন্দর্য হারিয়ে যায়। তাছাড়া বিগত সময়ে আওয়ামী লীগ শাসনামলে মানুষ সহিংসতার রাজনীতি আর সংস্কৃতিতে ভোগবাদিতা এবং সমাজে ক্রমাগত দুর্ভোগ সৃষ্টির রাজনীতি দেখেছে। কিন্তু এই কালচার থেকে শান্তি ও সুস্থ্য ধারার জবাব দিহির পরিবেশে রাজনীতি চায় মানুষ।

এর আগে গত ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের রাজপথ রাজনৈতিক নেতাকর্মীদের পদচারনায় মুখরিত হয়েছে। কেননা কোন ধরনের সংঘাত বিহীন নারায়ণগঞ্জ ছোট্র শহরের ৫টি রাজনৈতিক দল বিক্ষোভ মিছিলের সাথে আলোচনা সভা করেছে। কিন্তু বিরল দৃষ্টান্তের বিষয় হলো একই রাস্তা দিয়ে নারায়ণগঞ্জে এনসিপির নেতারা পদযাত্রা মিছিল করেন অপর সাইডে ইসলামী আন্দোলন বিশাল সমাবেশ চলে। অথচ কারো সাথে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে একে অপরের সাথে হ্যান্ডশেক সৌহার্দপুর্ণ আচরণ হয়। দুই পক্ষ তাদের কার্যক্রম চালিয়ে নেওয়ার সহযোগিতা কামনা করে শুভেচ্ছা জানান। যা রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী তাদের দলের কেন্দ্র ঘোষিত ১৯ জুলাই সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশকে সফল করার জন্য ১৮ জুলাই দুপুরে নগরীতে র‌্যালী করেন। তার কিছুক্ষন পরে বিএিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মৌন মিছিল বের করে নগরীতে। তখন এনসিপির নেতাকর্মীরাও নারায়ণগঞ্জে পদযাত্রা করেন। একই সময়ে মহানগর বিএনপি মৌন মিছিল করলেও এনসিপির সাথে তাদের কোন সংঘাত ঘটে নাই। যা আওয়ামী লীগ শাসনামলে ছিল না।

উল্লেখ্য জুলাই গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের একটি জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন যা ২০২৫ সাল থেকে প্রতিবছরের ৫ আগস্টে পালিত হবে। ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে এবং তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে যা পরবর্তীতে ৩৬ জুলাই নামে পরিচিতি পায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন