Logo
Logo
×

রাজনীতি

বন্দরে আসন পুনর্বিন্যাসের ক্ষোভ থামছে না

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

বন্দরে আসন পুনর্বিন্যাসের ক্ষোভ থামছে না

বন্দরে আসন পুনর্বিন্যাসের ক্ষোভ থামছে না

Swapno

নারায়ণগঞ্জ-৫ আসন বন্দর উপজেলাকে সীমানা পরিবর্তন করে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাথে বন্দরকে সংযুক্ত করায় ক্ষোভে ফাটছে বন্দরবাসী। যার কারণে নাগরিক সমাজ এবং বন্দরবাসী ব্যানারে বিক্ষোভ প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অগ্রভাগের নেতারাই ক্ষোভ প্রকাশ করেন। সূত্র বলছে, গত ৩০ জুলাই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।


এরমধ্যে নারায়ণগঞ্জ-৩,৪,৫ আসনে সীমানায় পরিবর্তন ঘটেছে। এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনটি সোনারগাঁয়ের সাথে বন্দরকে সংযুক্ত করায় সোনারগাঁ আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা না গেলেও নারায়ণগঞ্জ-৫ আসনকে বন্দরকে সোনারগাঁয়ের সাথে সংযুক্ত করায় ক্ষোভে ফাটছে বন্দরবাসী। অপরদিকে নারায়ণগঞ্জ-৪ আসন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জকে শুধু ফতুল্লা থানায় অর্ন্তভুক্ত করে নারায়ণগঞ্জ-৫ আসনের কয়েকটি ইউনিয়ন সংযুক্ত করায় ফতুল্লার অনেকেই উচ্ছ্বাশ প্রকাশ করেছেন।


তবে বন্দরবাসী বন্দরকে সোনারগাঁয়ের সাথে সম্পৃক্ত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এপর্যন্ত তিনটি ব্যানারে আমরা বন্দরবাসী,নাগরিক সংলাপ,বন্দরবাসী এসকল ব্যানারে রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে বন্দরবাসীর ব্যানারে মানববন্ধন করে বন্দর ইউনওকে  আপত্তিপত্রও দাখিল করেন। তবে সীমানা পরিবর্তনের পরই ক্ষোভ প্রকাশ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি মাসুদুজ্জামান।


এদিকে নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আবুল কালাম ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু এরমধ্যে ইসলামীদলগুলোর প্রার্থী জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা মঈনউদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ,খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল ইসলাম মামুন এসকল ইসলামীদলের নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীদের মধ্যে কোন প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়নি। এদিকে বিএনপি থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কাছে নারায়ণগঞ্জের তিনটি আসনের মতামত জানতে চেয়েছে বিএনপি।


এরমধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি নেতারাও চায় এই তিনটি আসন পূর্বের ন্যায় সীমানাগুলো বিদ্যমান থাকে। এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৩৯টি আসনের সীমানা পুনর্বিন্যাসের এ সংক্রান্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে ১০ আগস্ট পর্যন্ত। পরবর্তীতে আসন ভিত্তিক শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপত্তি কম থাকলে দ্রুতই চূড়ান্ত হবে সীমানা নির্ধারণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন