Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জে ১১ দিনে বিএনপির আট নেতা বহিস্কার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জে ১১ দিনে বিএনপির আট নেতা বহিস্কার

না.গঞ্জে ১১ দিনে বিএনপির আট নেতা বহিস্কার

Swapno

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে প্রান ফিরে পান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হাসিনা সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের গায়েবি মামলা ও হামলা সহ্য করেই দিন কাটতো। ফলে দিনের পর দিন নিজ নিজ এলাকায় বা ঘরে থাকতে পারতো না এমন নেতাকর্মীদের সংখ্যা অহরহ। পরবর্তীতে পটপরিবর্তনের পর সাংগঠনিক ভাবে বেশ চাঙা হয়ে উঠেছে বিএনপি।


একই সাথে গত ১২ মাসে স্বৈরাচারী আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্যে ও দখলদারিত্বে আপোষ করে খালি মাঠে গোল দিয়ে যাওয়া নেতাদের অপকর্ম ও চাঁদাবাজির ফিরিস্তি উঠে আসায় নির্বাচনের পূর্বে বিএনপিকে ক্লিন রূপে ধারণ করতে চলছে শুদ্ধি অভিযান। যে অভিযানে গত ১১ দিনে নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ের ৮ জন বিএনপি নেতা বহিস্কার হয়েছেন, এর মধ্যে দুইজন ৩০ দিনের দন্ডপ্রাপ্ত আসামী হয়ে কারাগারে রয়েছে।


এদিকে সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাদের পুরো দমে ভাগ্য পরিবর্তন হয়েছে। তা ছাড়া বর্তমানে নারায়ণগঞ্জে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজিসহ নানা অপকর্ম এবং ১২ মাসে আঙ্গুল ফুলে কালগাছ বনে যাওয়া নেতাদের তালিকা রয়েছে গোয়েন্দা বাহিনীর হাতে। যাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনী ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি এমনটা জানিয়েছে সূত্র।


সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে এয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। সেই হিসেব বিবেচনা করেই বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলো সামনের দিকে এগুচ্ছে। এদিকে আগামী নির্বাচনে জনগণের আস্থা যোগাতে বিএনপির হাইকমান্ড দলের নাম বিক্রি করে অপকর্ম করা বিএনপি নেতা সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে বিএনপিকে জনগণের সামনে ক্লিন ইমেজ হিসেবে উপস্থাপন করার পরিকল্পনা করছেন।


এরই ধারবাহিকতায় পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত গত ১২ মাসের নানা অপকর্মের আমলনামা গোয়ান্দাসহ কেন্দ্রীয় হাইকমান্ডের হাতে প্রস্তুত রয়েছে। এদিকে বিবেচনাসহ নানা দিক লক্ষ্য করে গত ১২ মাসে সারাদেশে বিএনপি থেকে বহিস্কার হয়েছেন প্রায় ৬ হাজারের অধিক নেতাকর্মী। এর মধ্যে নারায়ণগঞ্জে শতাধিক এর অধিক ছাড়িয়েছে। তা ছাড়া বর্তমানে শুধু বহিস্কারই নয় পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও নেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাবশালী নেতা রিয়াদ চৌধুরীকে দলীয় ভাবমূর্তি নষ্টের দায়ে বিএনপির সকল পদ ও প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার এবং একই দিনে চাঁদাবাজি মামলায় গ্রেফতার হলে এর পর থেকেই বিএনপির একাধিক নেতাকর্মীদের বহিস্কারের পাশাপাশি গ্রেফতার হওয়া মতো ঘটনা ঘটে আসছে।


তা ছাড়া বিএনপির নেতকার্মীরা বলছে, 'দল ও দেশের স্বার্থে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বিএনপি তা-ই নেবে। দলের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তালিকাও করা হচ্ছে।' 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে নেতৃত্বে গুণগত পরিবর্তন এনেছেন। ৫ আগস্টের আগের বিএনপি আর পরের বিএনপি এক নয়। তাই যারা অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে দলের বিন্দু মাত্র ক্ষতি হবে না। দল জনগণের চোখে ভালো ও সঠিক কাজের মাধ্যমে ফুটে উঠবে। তা ছাড়া নারায়ণগঞ্জে পট-পরিবর্তনের পর আলাদিনের চেরাগের মতোই কয়েক মাসের ব্যবধানের কেউ কেউ হয়েছেন গাড়ি ও বাড়ির মালিক।


তাছাড়া বর্তমানে নারায়ণগঞ্জের সবকিছুই বিএনপি নেতাদের দখলে। এদিকে আওয়ামী লীগের সাথে আপোষ করে নগরীর হাট-বাজার, ঘাট, বাস টার্মিনাল শুধু নয়, বিভিন্ন মালিক সমিতির কমিটি, চেম্বার অব কমার্স, ইয়ার্ন মাচেন্ট এসোসিয়েশন, ট্রাক স্ট্যান্ড, এমনকি বিসিক শিল্পনগরী, বালু মহাল, ড্রেজিংয়ের ব্যবসা ও থ্রি হুইলার স্ট্যান্ড, টেন্ডারবাজি, সরকারি দপ্তর নিয়ন্ত্রণ, থানা নিয়ন্ত্রণ, অবৈধ স্ট্যান্ড, ফুটপাত, পানি সরবারহ, সরকারি জায়গায় দোকান, জায়গার লিজ বাণিজ্য, মামলা বাণিজ্যে,  সিটি কর্পোরেশনসহ বিভিন্ন উপজেলার সকল টেন্ডার।


তা ছাড়া ফতুল্লার শিল্পাঅঞ্চল বিসিক নিয়ন্ত্রণে নিয়েছেন প্রভাবশালী যুবদলের এক নেতার বাবা-ভাই-ভাগিনাসহ তাদের লোকজন। যারা বর্তমানে বিসিকের একাধিক গার্মেন্টস-নিটিংসহ সদর উপজেলা, এজিআইডি, জেলা পরিষদ,গণপূর্ত নিয়ন্ত্রণ করছেন। যার মাধ্যমে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। এ ছাড়া সিদ্ধিরগঞ্জে কয়েক নেতা বর্তমানে বিভিন্ন কৌশলে ডিপোসহ সব কিছু রেখেছেন নিয়ন্ত্রণে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি এবং অঙ্গসংগঠনের অনেকেরে দেশের বাহিরে গিয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করার অভিযোগ রয়েছে।


এ ছাড়া বিগত দিনে আওয়ামী লীগের সকল ব্যবসা বাণিজ্যেসহ তাদের দখলে থাকা সবই আপোষের মাধ্যমে বুঝে নিয়েছে বিএনপি। এর মধ্যে ডিস বাবুর ক্যাবল ব্যবসা ভাগ যোগের মাধ্যমে বিএনপি নেতারা নিয়ন্ত্রণ করছেন, অয়ন ওসমানের ইন্টারনেট ব্যবসা এটা ও ভাগযোগের মাধ্যমে বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে রয়েছেন। তা ছাড়া শহরের পরিবহন ব্যবসা, ফুটপাত চাঁদাবাজিসহ সবই নিয়ন্ত্রণে নিয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও জেলা ছাত্রদলের সাবেক এক নেতার লোকজন। এমনভাবে নারায়ণগঞ্জে ৫টি আসনের শতাধিক বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় দ্রুত এদের বিরুদ্ধে আসতে পারে সাংগঠনিক ব্যবস্থা।


এদিকে গত ১১ দিনে বহিস্কারকৃত ৮ নেতার তালিকায় রয়েছে, গত মঙ্গলবার (২৯ জুলাই) দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ এবং সংহতি পরিপন্থি কার্যকলাপের অভিযোগে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকাকে বহিস্কার করা হয়। এর পরের দিন বুধবার (৩০ জুলাই)নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি দোকানঘরে দলীয় কার্যালয় গড়ে তোলা বিএনপি নেতাদের কাছে ভাড়া চাওয়ায় মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে মারধর করে হত্যার অভিযোগে স্থানীয় ৫ নেতাকে বহিষ্কার করে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।


বহিষ্কৃতরা হলো- আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। গতকাল রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক টি.এইচ তোফাকে দল থেকে বহিস্কার করা হয়।


আগামী নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরো কতজন বহিস্কার হয় কারা রেড সিগন্যালের টার্গেটে পরে তা নিয়ে চিন্তিত। বর্তমানে বিএনপির তালিকাভুক্ত শতাধিক চাঁদাবাজ বিএনপি নেতারা আতঙ্কে রয়েছে।


এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ যুগের চিন্তাকে বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই দলের মধ্যে বহিস্কার কার্যক্রম না থাকলে তো কিছু বেপরোয়া নেতাকর্মীরা বেপরোয়া থেকে যাবে। আর এটা একটি সাংগঠনিক পক্রিয়া যা বিগত দিনে আওয়ামী লীগ কখনোই করে নাই।


তিনি বলেন, বিএনপি বর্তমানে যেভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিজ দলের নেতাকর্মীদের দফায় দফায় বহিস্কার করে তা জনগণ বিএনপির দ্বারা আশা করে। কারণ এটা নতুন কিছু নয় পুরনো আমল থেকেই বিএনপি কোনই অপকর্মকারীকে পশ্রয় দেয় না, এটাই তার প্রমান।


মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই দলের একটি মহানগরী ও একটি ইউনিটে হাজারো হাজারো নেতাকর্মী রয়েছে। যারা দলের মধ্যে থেকে দলের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কাজ করবে। তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নিবে সেটাই স্বাভাবিক। আর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যে বহিস্কার কার্যক্রম চলছে তাকে আমরা সমর্থন জানাই।


মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, চাঁদাবাজিসহ নানা অপকর্মকারীদের বহিস্কারের মাধ্যমে প্রমান দিয়েছে যে বিএনপি কোন অপকর্মকে পশ্রয় দেয় না। যাকে ঘিরে বিএনপিকে জনগণ বা হা বা দিচ্ছেন। কারণ সকলের আর বুঝতে বাকি নেই, জনগণের কোন বিএনপি নেতা নির্যাতন করলে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকলে তারা কোনভাবেই ছাড় পাবে না।


তিনি বলেন, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা তার গডফাদার, গডমাদারের লোকেরা নারায়ণগঞ্জ জুড়ে যে অপকর্ম পরিচালনা করেছেন তার পরে ও তাদের দল তাদের প্রশয় দিয়েছেন। কিন্তু বিএনপিতে এটা কোনভাবেই সম্ভব নয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন