Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জে ফ্যাক্টর দুইটি সংসদীয় আসন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জে ফ্যাক্টর দুইটি সংসদীয় আসন

না.গঞ্জে ফ্যাক্টর দুইটি সংসদীয় আসন

Swapno

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধে হবে বলে ঘোষণা হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখেই এগুচ্ছিলেন বিএনপিসহ সকল রাজনৈতিকদলগুলো। সেই সময় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ আসন থেকে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে গত (৩০ জুলাই) নতুন সীমানার খসড়া প্রকাশ করেন নির্বাচন কমিশন। এরমধ্যে নারায়ণগঞ্জ-৩,৪,৫ আসনে সীমানায় পরিবর্তন লক্ষ্য করা যায়।


আর এই খসড়া সীমানা পরিবর্তনের ঘোষণা আসার পর থেকেই নারায়ণগঞ্জের বিএনপি থেকে শুরু করে ইসলামীদল এবং এনসিপি বামদলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাছাড়া  নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতিতে থাকা দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে স্থবীরতা সৃষ্ট হয়েছে সীমানা পরিবর্তনে। তবে বিএনপির অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরাই চায় পূর্বের সীমানায় নির্বাচনী আসন যার কারণে বিএনপির এই তিনটি আসনের একাধিক প্রার্থী এই খসড়া সীমানা নির্ধারণের বিপরীতে আপত্তি জানিয়েছেন। তা ছাড়া বিগত দিনে ৩ আসন এককভাবে (সোনারগাঁও) থাকলে ও এবার এর সাথে যুক্ত হয়ে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন।


যা নিয়ে বর্তমানে সেই আসনের মনোনয়ন প্রত্যাশী বা প্রার্থীদের মাথা ব্যাথার কারণ অনেকটা কম থাকলে ও ৪ ও ৫ আসনে সীমানাতে বিশাল রদবদল আসায় এই দুটি আসনকে ফ্যাক্টর হিসেবে দেখছে সকলেই। তা ছাড়া নির্বাচনী হওয়া প্রবাহিতের পর থেকেই নারায়ণগঞ্জের জনগণের চোখ এই দুই আসনের দিকেই আটকে আছে। তা ছাড়া বিগত দিনে এই ৪ ও ৫ আসনের দায়িত্ব ছিলেন প্রভাবশালী দুই সহদোয় সন্ত্রাসী গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমান। সে সময় এই ওসমান পরিবারের কথায় গাছের পাতা পর্যন্ত লড়তো। তা ছাড়া এই ওসমান পরিবারের সাথে হাইকমান্ড যোগযোগ করে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসনে নৌকার মনোনয়ন ফাইনাল করতেন বলে জানিয়েছে সূত্র।


তা ছাড়া গত ৫ আগষ্টের পর দেশের গণতন্ত্র জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাকে ঘিরে নারায়ণগঞ্জের ৪ ও ৫ আসনের নির্বাচনী এলাকা অনেকটাই উত্তপ্ত অবস্থায় রয়েছে। এদিকে অন্য ৩টি আসনের থেকে এই দুইটি আসনে বিএনপির একাধিক হেভিয়েট মনোনয়ন প্রত্যাশী রয়েছে যারা কেউ, কাউর থেকে কম নয়। যাকে ঘিরে ব্যাপক প্রতিযোগীতা লক্ষ্য করা যাচ্ছে।


তা ছাড়া এই দুইটি আসনে বর্তমানে মনোনয়ন প্রত্যাশীদের পাল্টাপাল্টি বক্তব্যসহ নানান দ্বন্দ্ব চলছে। একই সাথে নির্বাচনী প্রচারণায় বর্তমানে এই দ্ইুটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচন কেন্দ্রিক শক্ত হাতে মাঠে না নামলে ও সামাজিক কাজে বর্তমানে মাঠ চষে বেড়াচ্ছেন। কেউ ফতুল্লার জলাবদ্ধ মানুষের দু:খ কষ্ট নিজে পানিতে নেমে দেখছেন এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন।


আবার অনেকেই ইতিমধ্যে ভেকু লাগিয়ে ফতুল্লার নিস্কাশনের মাধ্যমে পানিবন্দিদের মন জয় করতে চাইছেন। আবার কেউ কেউ, মসজিদ-মাদ্রাসায় অনুদান, জনগণের মাঝে বিশুদ্ধ পানির শুব্যবস্থা করছেন, আবার অনেকে সুষ্ঠ বিচার-আচারসহ নানাভাবে জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন। কিন্তু নির্বাচনী লিফলেট, গণসংযোগ, উঠান বৈঠক নিয়ে এই দুইটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা এখনো মাঠে নামেনি। কিন্তু তাদের কার্যক্রম, শহর ভিত্তিক গ্রহনযোগ্যতাকে ঘিরে এই দুইটি আসনকে ফ্যাক্টর হিসেবে দেখছেন বিএনপিসহ নারায়ণগঞ্জবাসী। তা ছাড়া ও নির্বাচনকে ঘিরে এই দুইটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়েই নানান আলোচনা-সমালোচনা চলছে। সব দিক বিবেচনায় আগামী নির্বাচনে নারায়ণগঞ্জে  ফ্যাক্টরের তালিকায় থাকবে ৪ ও ৫ আসন।


সূত্র বলছে, বর্তমানে গ্রুপিং-দ্বন্দ্বের মধ্য দিয়েই দুটি আসনে একাধিক বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছে। যারা কেউ কেউ শিল্পপতি, কেউ নির্যাতিত ও ত্যাগী নেতাদের তালিকায় শীর্ষে আবার কেউ কেউ অপরিচিত মুখ। বর্তমানে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে যার যার আসনে শক্তভাবে পদচারণা করছেন ভোটারদের সাথে চুপি চুপি আলোচনা করছেন একাধিক মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে বর্তমানে নারায়ণগঞ্জ ৫ আসনে বর্তমানে সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ, আরেক মনোনয়ন প্রত্যাশী শিল্পতি আবু জাফর মোহাম্মদ বাবুল এ ছাড়া আসনটির সীমানা পুর্ণবিন্যাসের পর আরো মনোনয়ন প্রত্যাশী হতে ইচ্ছা পোষন করছেন।


তা ছাড়া এই আসনে এ পা দিয়ে রেখেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল রাজীব। অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে বর্তমানে আলোচনায় রয়েছে দুই জন এই আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ,  ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া। এ ছাড়া আসন পুর্ণবিন্যাসে মনোনয়ন প্রত্যাশী আরো বাড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে।


এদিকে গিয়াস উদ্দিন বর্তমানে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনে নিজের পদচারণা করলে ও বর্তমানে তার মূল চাওয়া নারায়ণগঞ্জ-৪ আসন। সেটাকে নিয়েই তিনি কাজ করছেন তা ছাড়া এটাকে তিনি সাজানো বাগান আখ্যা দিয়ে এই আসনে বার বার মনোনয়ন চাইছেন। এর বাহিরে ও বাকি মনোনয়ন প্রত্যাশীরা যার যার এলাকা ভিত্তিক বর্তমানে জনস্পৃক্ততা বাড়াচ্ছেন।


কিন্তু কেন্দ্রীয় হাইকমান্ডের সুস্পষ্ট বার্তা গত ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা নেতারাই হবে মূল্যায়িত। এদিকে নারায়ণগঞ্জবাসীর চোখ এই দুইটি আসনেসহ মনোনয়ন প্রত্যাশীদের হিড়িকসহ নানা বিষয় নিয়ে নারায়ণগঞ্জের এই দুইটি আসনকে ফ্যাক্টর হিসেবে দেখছেন তৃণমূল নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন