নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ইসলামী দুই দলের প্রার্থীরা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ইসলামী দুই দলের প্রার্থীরা
নারায়ণগঞ্জে ইসলামীদলগুলোর মধ্যে জামায়াত ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়ার প্রধানত কাজ প্রার্থী নির্বাচনের কাজ সমাপ্ত করেছে। যেটা নারায়ণগঞ্জের ইসলামীদলগুলোর বাহিরে অন্যান্য কোন রাজনৈতিক দল করতে পারেনি। সেই সাথে নির্বাচনের তফসিলের পূর্বেই এসকল ইসলামী দলের প্রার্থীরা নিজেদের পরিচিতি এবং মাঠ পর্যায়ে প্রচারের মাধ্যমে নিজের অবস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন।
সূত্র বলছে, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমীর আল্লামা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরমধ্যে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি।
প্রতিটি আসনে স্থানীয়ভাবে সক্রিয় এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয় নেতাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এসকল প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ূম মাদনী। তিনি জামিয়া ক্বাওমিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস। একইসাথে তিনি খেলাফত মজলিস রূপগঞ্জ থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন পেয়েছেন মুফতি আশরাফুল ইসলাম। তিনি কড়ইতলা মহিলা মাদ্রাসার মুহতামিম এবং খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে প্রার্থী হয়েছেন মাওলানা শাহজাহান শিবলী। তিনি হেফাজতে ইসলাম সোনারগাঁওয়ের অর্থ সম্পাদক, উলামা পরিষদ সোনারগাঁওয়ের সভাপতি এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ। তিনি জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হেফাজতে ইসলামের মহানগর সহ-সভাপতি এবং আহবাবুল হুফফাজ ফাউন্ডেশনের সহ-সভাপতি। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন পেয়েছেন ডা. আল-আমিন রাকিব। তিনি খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলামের সহকারী আইন বিষয়ক সম্পাদক এবং পল্লী চিকিৎসক সমিতির জেলার সহ-সাংগঠনিক সম্পাদক। মনোনয়ন ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নির্বাচনী মাঠে পোস্টারিং, লিফলেট বিতরণ, ও জনসংযোগ কার্যক্রম শুরু করেছে দলটি। অপরদিকে গত ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জ জামায়াতের ফেসবুক পেজের পোস্টে জেলার ৫টি আসনে স্থানীয় পর্যায়ে চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পেলে এরাই লড়বেন ভোটের মাঠে এমনটি জানা যায় দলীয় সূত্র থেকে সেই আলোকে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা ইতিমধ্যেই গণসংযোগ লিফলেট পোস্টারিং ব্যানারের মাধ্যমে প্রার্থীরা জনপ্রিয়তা অর্জনে এবং দলীয় প্রচারের নানা কর্মসূচি নিয়ে ভোটের মাঠে কাজ করছেন।
প্রতিনিয়ত বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আলোচনা সভা এবং প্রচার মূলক বিভিন্ন কার্যক্রম করছেন। জামায়াতের পাঁচটি আসনের প্রার্থীরা হচ্ছেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করবেন ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে লড়বেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নির্বাচন করবেন ড. ইকবাল হোসাইন ভুঁইয়া। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচন করবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নির্বাচন করবেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। এভাবেই ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত ইসলাম-বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী কার্যক্রমে অনেকটা এগিয়ে গিয়েছেন। এছাড়া ইসলামী এই দুই রাজনৈতিকদল যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা অন্যান্য কোন রাজনৈতিক দল করতে পারেননি।