Logo
Logo
×

রাজনীতি

আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির ২, জামায়াতের ১ প্যানেল

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির ২, জামায়াতের ১ প্যানেল

আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির ২, জামায়াতের ১ প্যানেল

Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত হুমায়ূন ও আনোয়ার প্রধানের প্যানেলের বাইরে গিয়ে বিএনপিপন্থী আরেকটি গ্রুপ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নামে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা ও অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিবের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীদের একটি গ্রুপ ১৪ টি পদে মনোনয়ন নিয়ে প্যানেল গঠন করেন। একই সাথে এবার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত ১৭টি পদে পূর্ণ প্যানেল ঘোষণা করেন।


নেলের নেতৃত্বে রয়েছেন, সভাপতি পদে অ্যাড. এ. হাফিজ মোল্লাহ ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোহা. মাঈন উদ্দিন মিয়া। যাকে ঘিরে বিগত দিনের ক্ষমতাশীল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা যেভাবে একক প্যানেল দিয়ে নাটকীয় নির্বাচন করতেন সেই সকল বৈষম্য এবার আদালতপাড়ায় রাখেনি বিএনপিপন্থী আইনজীবীরা তারা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনাটাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা করেছেন। যাকে ঘিরে যে যার যোগ্যতা ও অধিকার এবং গ্রহণযোগ্যতা অনুযায়ী প্যানেল গঠন করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।


এর আগে গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে হুমায়ূন ও আনোয়ার প্রধানকে সমর্থন দিয়ে আইনজীবী সমিতির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্যানেল নির্বাচিত করলে ও এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিএনপিন্থী আইনজীবীরা প্রতিযোগীতা করে ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে তিন গ্রুপের হাট্টাহাট্টি প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।


তা ছাড়া ৩টি প্যানেলের মাধ্যমে নির্বাচনী উত্তাপ আরো বহুগুণে ছড়িয়ে পরবে বলে আশা করছে ভোটাররা। তা ছাড়া বিএনপিপন্থী আইনজীবীদের এই বিভক্তি নিয়ে সাধারণ আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে ও অনেক আইনজীবীরা বলছে প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু একটি বড় সংগঠনের আইনজীবীদের মধ্যে বিভক্তি সমিতির জন্য খারাপ লক্ষন বটে। তা ছাড়া একাধিক প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনেকটাই উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র বলছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন জামায়াত ইসলামীপন্থী আইনজীবীরা। গত বছর সিলেকশনের নির্বাচনে ১৭টি পদের মধ্যে ৩টি পদে জামায়াত ইসলামীকে মনোনীত করা হয়েছিলো। কিন্তু এবারের নির্বাচনে সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদের মধ্যে একটি গুরুত্বপুর্ণ পদসহ ৫টি পদের দাবি করেছেন জামায়াতের আইনজীবীরা। জামায়াতের এমন কঠিন শর্ত মানতে নারাজ হয়েছিলো বিএনপি। যাকে ঘিরে নির্বাচনে জামায়াত ইসলামী বিএনপির সঙ্গে সমঝোতায় না এসে আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের মনোনীত পূর্ণ প্যানেল তৈরি করে নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করেন।


এদিকে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীতা করতে আগ্রহীদের মধ্যে মোনমালিন্ন যেন না থাকে সেই লক্ষ্যে অভ্যন্তরীণ নির্বাচনের ভোটাভোটির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন (২০২৫-২০২৬) সালের জন্য বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীর নাম গতকাল (১২ আগষ্ট) বিকালে নারায়ণগঞ্জ বার ভবনের তৃতীয় তলায় এই ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।


এদিকে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী লড়াই করেছেন। মোট ৪০৯ জন ভোটার থাকলেও ভোট প্রয়োগ হয়েছে ২৯৭ জন। যার মধ্যে বাতিল হয়েছিলো ২টি। এদিকে সভাপতি পদে এডভোকেট সরকার হুমায়ূন কবির ১২৫ ভোট লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন পেয়েছেন ১২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান পেয়েছেন ২২৪ ভোট, বিপরীতে প্রতিদ্বন্দ্বী এডভোকেট রফিক আহমেদ পেয়েছেন ৩৮ ভোট। অন্য পদসমূহের প্রার্থীদের নাম আগামী ১৩ আগস্ট নির্বাচনী পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা অনুষ্ঠানে প্রকাশ করা হবে।


এদিকে বিএনপিন্থী আরেক গ্রুপ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মনোনীত প্রার্থীরা গতকাল মনোনয়ন সংগ্রহ করেন। সভাপতি পদে রেজাউল করিম খান রেজা, সিনিয়র সহ-সভাপতি মো. সামসুজ্জামান খোকা, সহ-সভাপতি মো. আনিসুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. গোলাম মোর্শেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মোমেন, কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক মো. শাহ-আলম শামীম, লাইব্রেরী সম্পাদক আলী আজ্জম, ক্রীড়া সম্পাদক শহীদ সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নার্গিস পারভীন, সমাজ সেবা সম্পাদক শাহনাজ পারভীন হীরা, আইন ও মানিবাধিকার মনি গাঙ্গুলী, সদস্য মো. আব্দুর রউফ ও মো. আনওয়ারুল আজিম চৌধুরী। বাকি ৩ সদস্য পদের মনোনয়ন আজ সংগ্রহ করা হবে।


তা ছাড়া বিএনপির সাথে সমঝোতায় না এসে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে (২০২৫-২০২৬) সালে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত পূর্ণ প্যানেল ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে অ্যাড. এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে  অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোহা. মাঈন উদ্দিন মিয়া,


যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে অ্যাড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে অ্যাড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাড. মাসুদুর রহমান। এ ছাড়া সদস্য পদে পাঁচ প্রার্থী হলেন- হলেন অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. আফরোজা জাহান, অ্যাড. রাকিবুল হাসান, অ্যাড. সাইফুল ইসলাম ও অ্যাড. তাওফিকুল ইসলাম।


এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান যুগের চিন্তাকে বলেন, আজকে অভ্যন্তরীন ভোটের মাধ্যমে আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামীকাল পুর্ণ প্যানেল বানিয়ে আমরা মনোনয়ন সংগ্রহ করবো।


জামায়েত মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী মাঈন উদ্দিন মিয়া যুগের চিন্তাকে বলেন, হাফিজ মোল্লাহ ও আমি মাঈন উদ্দিনের নেতৃত্বধীন আইনজীবী সমিতি নির্বাচনে জামায়েত সমর্থিত ১৭ পদে পূর্ণ প্যানেল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের আইনজীবীরা এই আইনজীবী সমিতিকে কুক্ষিগত করে রেখেছিলেন যাকে ঘিরে আমরা কোনভাবে মুখ খুলে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলতে পারেনি। বর্তমানে কোন প্রকারের বৈষম্য ও বাধা না থাকায় আমরা নির্বাচনে অংশ নিতে সক্ষম হয়েছি। আশা করছি সুষ্ঠ ও অবাধ নির্বাচনের মাধ্যমে যোগ্যরা আইনজীবী সমিতির দায়িত্ব পাবে।


জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী শেখ মো. গোলাম মোর্শেদ গালিব যুগের চিন্তাকে বলেন, আমরা বিএনপিপন্থী আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মনোনীত হিসেবে ১৪ পদে মনোনয়ন সংগ্রহ করেছি। আগামীকাল বাকি ৩ পদে মনোনয়ন সংগ্রহ করে পূর্ণ প্যানেল গঠন করবো। তা ছাড়া নির্বাচন কমিশনারের নিকট আমাদের দাবি থাকবে তিনি যেন অবাধ ও সুষ্ঠ এবং বৈষম্যহীন উৎসবমুখ নির্বাচন আমাদের উপহার দেন।


উল্লেখ্য, মনোনয়ন দাখিলের সংগ্রহ ও দাখিলের শেষ তারিখ (১৩ আগষ্ট), যাচাই-বাছাই ও মনোনয়ন বৈধ তালিকা ঘোষণা (১৪ আগষ্ট) মনোনয়ন প্রত্যাহারের তারিখ ১৫ থেকে ১৮ আগষ্ট। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা (১৮ আগষ্ট) সর্বশেষ আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন