খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের নির্দেশনায় গত শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ ৭ নং ওয়ার্ড ছাত্রদলের কার্যালয়ে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদ্রোহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মামুন মুন্সি, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আফজাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসিবুল হাসান আকাশ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রোমেলসহ ছাত্রদলের নেতবৃন্দ প্রমুখ।