Logo
Logo
×

রাজনীতি

শিল্পপতিদের নিয়ে ক্ষোভ বাড়ছে বিএনপি নেতাদের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

শিল্পপতিদের নিয়ে ক্ষোভ বাড়ছে বিএনপি নেতাদের

শিল্পপতিদের নিয়ে ক্ষোভ বাড়ছে বিএনপি নেতাদের

Swapno


 
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছে একাধিক যাদের মধ্যে সকলেই বিএনপির নানা পদের সাথে যুক্ত রয়েছে। এর বাহিরে বিএনপি মনা দুইজন রয়েছে ব্যবসায়ী। তারা হলেন মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ এবং অন্যজন হলেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর বাবুল। বিগত দিনে দলীয় রাজনৈতিক পরিচয়ে তারা পরিচিত ছিলনা বললেই চলে। কিন্তু গত বছরের (৫ আগষ্ট) পট পরিবর্তনের পর থেকে সর্বদা মাঠে নেমে নির্বাচনী হওয়ায় বইলে সেই হওয়ায় ভাসতে শুরু করেন এই দুই শিল্পপতি। বর্তমানে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী হয়ে পুরো আসন জুড়ে ঘুরে বেড়াচ্ছেন এরা। এদিকে বারবারই এদের কর্মকাণ্ডে ক্ষোভ ঝাড়ছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তাদের অতীত এবং বর্তমান তুলে ধরছেন এবং বারবার হুঁশিয়ারী দিচ্ছেন এই দুই বিএনপি নেতা ও এই আসনের মনোনয়ন প্রত্যাশী। তা ছাড়া বর্তমানে পাল্টাপাল্টি বক্তব্যে ও ক্ষোভে ৫ আসনে জমে উঠতে শুরু করছে নির্বাচনী হওয়া।


মডেল মাসুদকে উদ্দেশ্য করে গতকাল এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি যারা বিএনপির নমিনেশন শিকার করার জন্য নেমেছে তারা আইনজীবি সমিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছে। যারা মেইড ইন নারায়ণগঞ্জ বলেন তারা যদি বিএনপির হয়ে থাকেন তাহলে বিএনপির প্যানেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কেনো। আমাদের কাছে খবর আছে আপনি কোন কোন আইনজীবির কাছে ফোন দিয়ে বিদ্রোহিদের জন্য ভোট চেয়েছেন তার প্রমাণ আমাদের কাছে আছে। প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলবো, তারেক রহমানের কাছে বলবো। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।”  তিনি বলেন, “এই ধরনের অপশক্তি আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না। আমরা যারা মাঠে ছিলাম ১৫ বছর আমাদের মধ্যে যাকে নমিনেশন দেওয়া হবে তাকে মেনে নিব কিন্তু বহিরাগত কোনো শিল্পপতিকে মেনে নিব না। শিল্পপতিরা আইনজীবি ও বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে সবাই সজাগ থাকবেন। সবাইকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এর আগে ও কয়েক দফায় মাসুদকে সেলিম ওসমানের দোসর আখ্যা দিয়ে বক্তব্যে ও হুঁশিয়ারী দিয়েছিলেন।


মহানগর বিএনপির আহ্বায়ক এড. আবু আল ইউসুফ খান টিপু এক সাক্ষাৎকারে বলেছিলেন। মাসুদুজ্জামান নামের এক শিল্পপতি ঢাকায় (৬ আগষ্টের) সমাবেশে অবৈধভাবে মহানগর বিএনপির ব্যানার বানিয়ে মহানগর বিএনপি খন্ডিত তা দেখাতে চেয়েছিলো। যা পুরোই মিথ্যা আমরা তার এই কর্মকাণ্ডের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। তা ছাড়া তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া ত্যাগী-নির্যাতিতদের বাহিরে কোন শিল্পপতিকে মনোনয়ন দিবে তা আমরা বিশ^াসই করি না। বর্তমানে ব্যবসায়ী-শিল্পপতিসহ দলের বাহিরে থেকে যারা মনোনয়ন চাইছেন তারা দল থেকে মনোনয়ন না পেলে আবারো তাদের ব্যবসায় মনযোগী হয়ে পরবেন, দলের কথা তাদের মনে থাকবে না। আর আমরা যারা রাজনীতি করি আমরা মনোনয়ন পেলে বা না পেলেও দলের পাশে থাকবো দলের পাশে থেকেই মাঠে কাজ করবো এবং রাজনীতি করবো।
এদিকে বর্তমানে মাসুদুজ্জামান মাসুদ মহানগর বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে ২/১জনকে এনে বাকিদের বাগে আনতে না পারলেও তিনি মহানগর যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল সহ বেশ কিছু সহযোগী ও মহানগর বিএনপি থেকে পদত্যাগী নেতাদের একাংশের সরাসরি সমর্থন এবং তাদের নিজের কাছে টানতে পেরেছেন। আবার অন্তরালে অনেক নেতার সমর্থন নিতেও সক্ষম হয়েছেন।


অন্যদিকে আবু জাফর বাবুলকে মাঠে সমর্থন ও শক্তি জুগিয়ে যাচ্ছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল। যদিও তার বড় ভাই অ্যাডভোকেট আবুল কালাম নিজেও একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হলেও এখন পর্যন্ত আবুল কালামের পাশে কোন কর্মসূচিতে মুকুলকে দেখা যায়নি। প্রখ্যান্তরে একাধিক অনুষ্ঠানে আতাউর রহমান মুকুলের অনুসারীদের আবু জাফর বাবুলের সাথে বিভিন্ন কর্মসূচিতে লক্ষ্য করা গেছে।


এদিকে দলীয় সূত্র আরো জানায়, ব্যবসায়ী যারা রাজপথে সক্রিয় নয় এমন বিএনপি নেতা কিংবা বহিষ্কৃত বিএনপি নেতাদের মনোনয়ন দেয়ার প্রশ্নই আসে না। নারায়ণগঞ্জে অতীতে বিএনপির সাথে শক্তিশালীভাবে আকরে ছিলো এমন নেতাদের দেওয়া হবে মনোনয়ন। তা ছাড়া আগামী দিনে জেলার ৫টি আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মনোয়নয়ন প্রত্যাশীদের অতীত কর্মকাণ্ড ও শিক্ষাগত যোগ্যতা এবং ৫ ই আগষ্টের পরে ওই নেতা ও তার কর্মী সমর্থকদের ভূমিকা এবং স্বচ্ছ বা ক্লিন ইমেজের ব্যাপারে খোঁজ খবর নিয়েই মনোনয়ন চূড়ান্ত করবে কেন্দ্র এটি সাব জানিয়ে দেওয়া হয়েছে। যাকে ঘিরে ক্ষোভ দিয়ে দলীয় হাইকমান্ডের নেই কোন মাথা ব্যাথা যোগ্যতায় আসবে মনোননয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন