-copy-68a849113bb3b.jpg)
ইসলামী দলগুলো ঐক্যে অটুট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ জুড়ে ইসলামীদলগুলো ঐক্যে অটুট রয়েছে। বিগত সরকার আমলে কোণঠাসা থাকা ইসলামীদলগুলো এবার নতুন সম্ভাবনা ও সমীকরণ নিয়ে ভোটের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। যার ফলে ইতিমধ্যেই নারায়ণগঞ্জে চারটি ইসলামীদল বিভিন্ন আসনে তাদের দলীয় প্রার্থী দিয়েছেন। এতে করে ছোট-বড় সব ইসলামী দলই এখন নির্বাচনকে ঘিরে দলীয় কার্যক্রম প্রার্থী প্রচারণা ও মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছে। ইসলামী রাজনৈতিক দলগুলো নব উদ্যমে রাজনীতিতে পদার্পনের চেষ্টা ভিন্ন কৌশল শক্তিশালী সংগঠনে রূপান্তর করার লক্ষ্যে জনসম্পৃক্তার জন্য বিভিন্ন কর্মকান্ড প্রক্রিয়া হাতে নিয়েছে। তাছাড়া সকল ইসলামীদলগুলো ঐক্যে অটুট থেকে আগামী সাংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জোট গঠনের মাধ্যমে বাজিমাত করতে চান।
সূত্র বলছে, নারায়ণগঞ্জে ইসলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যেই শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা, জমিয়তে ইসলাম নায়ায়ণগঞ্জ জেলা শাখা, খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী ঐক্যজোট। এসকল ইসলামী দলের মধ্যে অধিকাংশ ইসলামী দলই দলীয় প্রার্থী দিয়েছেন।
ৎইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা হচ্ছেন জামায়াতে ইসলামীর পাঁচটি আসনের প্রার্থীরা হলেন: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার): অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ): ড. ইকবাল হোসাইন ভুঁইয়া, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ): মাওলানা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর): মাওলানা মঈনুদ্দিন আহমাদ। খেলাফত মজলিসের পাঁচটি আসনের প্রার্থীরা হলেন: নারায়ণগঞ্জ-১: মুহাম্মদ এমদাদুল হক, নারায়ণগঞ্জ-২: হাফেজ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ-৩: মুফতী সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪: ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ-৫: এবিএম সিরাজুল মামুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচটি আসনের প্রার্থীরা হলেন: নারায়ণগঞ্জ-১: মুফতি ইমদাদুল্লাহ হাশেমী, নারায়ণগঞ্জ-২: অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব, নারায়ণগঞ্জ-৩: মো. ফারুক আহমেদ মুন্সী, নারায়ণগঞ্জ-৫: মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। এরই মধ্যে সারাদেশে ২২৩ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ-১: আব্দুল কাইয়ূম মাদানী, নারায়ণগঞ্জ-২: মুফতি আশরাফুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩: শাহজাহান শিবলী, নারায়ণগঞ্জ-৪: হাফেজ আবু সাঈদ, নারায়ণগঞ্জ-৫: ড. আল-আমিন রাকিব প্রতিদ্বন্দ্বীতা করবেন। জমিয়তে ইসলাম নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থীরা নাম জানা গেছে-নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসেন কাশেমী, নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা ফৌরদাউসুর রহমান।
এসকল ইসলামীদলগুলোর প্রার্থীরা দলীয় ভাবে কোন বিভাজন বিভক্তি বা ইসলামীদলগুলোর মধ্যে ঐক্য বজায় রেখে তাদের প্রার্থীরা মাঠপর্যায়ে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই কাজ করছে। তারই অংশ হিসেবে ইসলামীদলের প্রার্থীরা গণসংযোগ সভা-সমাবেশে নির্বাচনী প্রতিশ্রুতি অংশ নিচ্ছে। এসকল ইসলামীদলগুলো ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে অংশ নিলে প্রার্থীতায় বৃহৎ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।