পলাতক শামীম ওসমানের পক্ষে তাঁর ক্যাডারদের ঢাকায় মিছিল

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
-copy-68ac34bfcd271.jpg)
পলাতক শামীম ওসমানের পক্ষে তাঁর ক্যাডারদের ঢাকায় মিছিল
# ইয়াসিন মিয়া-খান মাসুদ- মীরু বাহিনীর লোকজনদেরই বেশি দেখা গেছে মিছিলে
# ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীর মিছিলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লার কয়েকজন কর্মীকে দেখা গেছে। তারা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ ইয়াসিন মিয়া, বন্দরের যুবলীগ নেতা খান মাসুদ ও ফতুল্লা স্বেচ্ছাসেবক দল নেতা মীর হোসেন মীরুর অনুসারী। ওসমান পরিবারের অনুগত খান মাসুদ ও মীর হোসেন মীরু; এই দুই নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িত থাকার বিস্তর অভিযোগ রয়েছে।
ঢাকায় আওয়ামী লীগের ওই মিছিল থেকে খান মাসুদের অনুসারী মো. রাজু ওরফে স্ট্যান্ড রাজু পুলিশের হাতে আটক হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এ রাজুর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, দখলবাজি ও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে ফতুল্লার অন্যতম সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরুর অনুসারী শারীরিক প্রতিবন্ধী সাঈদ নামে একজনকে আটক করে। এ নিষিদ্ধ সংগঠনে নিচের থেকে মোট তিনজনকে আটক করে পুলিশ।
গতকাল রোববার (২৪ আগস্ট) বিকেলে হঠাৎ করেই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঝটিকা মিছিল নিয়ে বের হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই মিছিলে বেশ কয়েকজনকে দেখা যায় যারা নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানা এলাকার বাসিন্দা।
জানা যায় কিছুদিন যাবৎ তাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ ছিল এমনকি এ নিয়ে বেশ কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয়। দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী গতকাল তারা বিকেলে তারা মিছিলে বের করে।
মিছিলে বেশিরভাগই কুতুবপুরের শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরুর লোকজনকেই দেখা গেছে। যাদেরকে ছবিতে দেখা গিয়েছে বিগত দিনে তারা ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।এমনকি তাদের মধ্যে বেশিরভাগই মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে লিপ্ত ছিল। যাদের মধ্যে সাইনবোর্ডের চিহ্নিত চাঁদাবাজ আসলাম,কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রিক্সা মালেক, কুতুবপুরের যুবলীগ কর্মী মিরুর বডিগার্ড মোক্তার হোসেন, মাদক ব্যবসায়ী নাঈম, রাকিবুল ইসলাম রকি, সন্ত্রাসি মিরুর ভাগিনা রিয়াজসহ তাদের অনুসারীদের দেখা গেছে। এ সকল সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত এলাকার বাহিরে থাকলেও মিছিলের মাধ্যমে তারা প্রকাশ্যে এসেছে।