Logo
Logo
×

রাজনীতি

আইনজীবী সমিতির নির্বাচনে

আদালতপাড়ার স্বৈরশাসক জুয়েল-মহসিনের নজর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

আদালতপাড়ার স্বৈরশাসক জুয়েল-মহসিনের নজর

আদালতপাড়ার স্বৈরশাসক জুয়েল-মহসিনের নজর

Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) নির্বাচনকে টার্গেট করে আত্মগোপন থেকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আদালত পাড়ার স্বৈরশাসক জুয়েল-মহাসিন আওয়ামীপন্থী ভোটারদের ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহারের লক্ষ্যে আইনজীবী সমিতির নির্বাচনে নজর রাখছেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তিনটি প্যানেলের জয়ের পথ কতটা সুগম দেখছেন সেই প্যানেলের দিকেই আওয়ামীপন্থী ভোটারদের ব্যবহার করে আদালাতপাড়ায় জুয়েল-মহাসিনের ঘৃণ কাজের পাপ মোচন করে আদালাতপাড়া মুখী হওয়ার পরিকল্পনার প্রচেষ্টা চালাচ্ছেন। প্রায় দীর্ঘ ৭বছর জয়েল-মহাসিন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের প্রভাবে বিভিন্ন কৌশলে আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেল করে করে দীর্ঘদিন এক প্রকার স্বৈরতান্ত্রিক পন্থা অবলম্বন করে তাদের শাসনতন্ত্র কায়েম করে আদালত পাড়ার স্বৈরশাসক হিসেবে খ্যাতি অর্জন করেন জুয়েল-মহাসিন।  

সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০১৬-২০১৭)নির্বাচনে দিপু-পলু প্যানেলের পরই আওয়ামীলীগের স্বৈরশাসক প্যানেল হিসেবে কুখ্যাতি পাওয়া জয়েল-মহাসিনের উত্থান ঘটে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০১৬-২০১৭) নির্বাচনে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের আর্শীবাদে। এরপর থেকে টানা ৭বছর এই জুয়েল মহাসিন ২০২৩-২০২৪ অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ৫ই আগস্ট পর্যন্ত তাদের শাসনতন্ত্র কায়েক করে রেখেছিলেন। তাদের প্রভাবে আদালাত পাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের তাদের দলীয় কর্মসূচি থেকে শুরু করে সমিতির বিভিন্ন কার্যক্রমে হুমকি দামকি দিয়ে দমিয়ে রেখে এবং দলীয় কর্মসূচি পালনে বাঁধা সৃষ্টি করে লাঞ্চিত মারধর পর্যন্ত করেছেন জুয়েল-মহাসিন। কিন্তু সেই জুয়েল-মহাসিন গত ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে আদালত পাড়ার নিয়ন্ত্রণ ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৪-২০২৫)নির্বাচনে বিএনপি প্যানেল থেকে হুমায়ন-আনোয়ার প্যানেল নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়ে ফের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬)নির্বাচনেও হুমায়ন-আনোয়ারের প্যানেলের নেতৃত্বে বিএনপি সমর্থিত প্যানেল নির্বাচন করছেন। তাদের বিপরীতে বিএনপির সমর্থক আইনজীবী হিসেবে পরিচিতি রেজা-গালিব প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে জামায়াত ইসলামের হাফিজ-মাইন উদ্দিন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) নির্বাচনে ১১৭৫ ভোটারের ব্যবধানে বিএনপি সমর্থিত ভোটার হিসেবে জানা গেছে ৪০৯জন, জামায়াত ইসলামীর ১৭৪ জন এবং আওয়ামীলীগ সমর্থিত আছেন ৩৩৯ জন। আর এই ৩৩৯জন ভোটারদেরই ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন আত্মগোপন থেকে জুয়েল-মহাসিন। যার কারণে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির দুটি প্যানেল এবং জামায়াতের একটি প্যানেল যাদের জয়ের পথ সুগম তাদের দিকেই জুগবে জয়েল-মহাসিনের নির্দেশনায় আওয়ামীপন্থী আইনজীবীরা। তবে আইনজীবী সমিতির ভোটের মাঠে প্রচার করা হচ্ছে শুধু জামায়াত-বিএনপির প্যানেল থাকায় আইনজীবী সমিতির নির্বাচনে ভোট প্রয়োগ করবে আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা। তবে বর্তমান আদালাত পাড়ায় আওয়ামী সমর্থিত আইনজীবীর মধ্যে বেশীর ভাগ আইনজীবী সাধারণ আইনজীবীদের মত আদালাত পাড়ায় চলফেরা থাকায় নির্বাচনে জুয়েল-মহাসিনের সিগন্যালে ঠিকই ভোট প্রয়োগে যাবেন। এতে করেই ২৮আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) নির্বাচনকে ঘিরে জুয়েল-মহাসিনের নজর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন