Logo
Logo
×

রাজনীতি

বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মাঠে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মাঠে

বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মাঠে

Swapno


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। নির্বাচনের এই রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে বিএনপিতে সৃষ্টি হয়েছে নয়া উদ্বেগ। এদিকে বিএনপি নেতাকর্মীরা ইসির ঘোষিত এই রোডম্যাপকে সমর্থন জানিয়ে  দীর্ঘদিন যাবৎ সংসদীয় আসনের সীমানা নিয়ে সমীকরণ ভেঙে ফের মাঠে নামছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে নানা ঘটনাসহ বিভিন্ন কারণ বসত নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা মাঠ বিমুখ হয়ে পরলে ও বর্তমানে আবারো নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজ নিজ সাংসদীয় আসনের ভোটারদের সাথে পরিচিতি বাড়বে বিএনপি সেই লক্ষে ইতিমধ্যে নানান পস্তুতি শুরু করেছে।

এদিকে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রোডম্যাপ ঘোষণ করেন। আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। এ ছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফশিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে। এরই মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ, গণসংযোগ ও নানা কর্মসূচিতে এই হাওয়া ক্রমেই গরম হয়ে উঠছে। তা ছাড়া কে মনোনয়ন পেতে পারেন নিয়েও চলছে জোর আলোচনা-সমালোচনা। তা ছাড়া গত ৫ আগষ্টে আওয়ামী লীগের পতনের পর নারায়ণগঞ্জে রাজনীতির মাঠ নতুনভাবে সাজানো হচ্ছে। একই সঙ্গে দল ও ভোটের মাঠ গোছাচ্ছে বিএনপি নেতাকর্মীরা। এদিকে নারায়ণগঞ্জে প্রতিটি আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দলীয় হাইকমান্ডসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলন সংগ্রামে যারা অগ্রনী ভূমিকা পালন করেছেন, দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন, দলের জন্য ত্যাগ রয়েছে। তা ছাড়া নিজ সাংসদীয় আসনে বেশ পরিচিত মুখ এদের হাতেই তুলে দেওয়া হবে আগামী সাংসদ নির্বাচনের মনোনয়ন।

এদিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)  এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীর মধ্যে আছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। তাঁদের পক্ষে সমর্থক-কর্মীরা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে তৎপর রয়েছেন। তা ছাড়া এই আসনে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহম্মেদ টুটুল, কেন্দ্রীয় যুবদল নেতা দুলালসহ আরো বেশ কয়েকজন। কিন্তু এদের মধ্যে দিপু ভূঁইয়া ও কাজী মনিরুজ্জামান মনির এই আসনে বেশ আলোচনায় রয়েছে। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এই আসনে বিএনপি থেকে মনোনয়ন আশা করছেন দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, দলের সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, সাবেক সাংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর তাঁদের পক্ষে কর্মী-সমর্থকরা গণসংযোগ ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে সরব রয়েছেন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও বন্দর) এ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। এ ছাড়া মনোনয়ন চাইছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম অলিউর রহমান আপেল, উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বকুল। নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর) এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি। নারায়ণগঞ্জ-৫ (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন)  এই আসনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন এ আসনের তিনবারের সাবেক এমপি, মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল।

এদের মধ্য থেকেই যোগ্য মনোনয়ন প্রত্যাশী  খুঁজে বেড় করছে বিএনপির হাইকমান্ড। তা ছাড়া গতকাল নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নানান জটিলতা ভেঙে ফের মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তা ছাড়া গত বৃহস্পতিবার নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে বিএনপির সমর্থিত প্যানেলের বিজয়ের মাধ্যমে বিএনপির নারায়ণগঞ্জে তাদের জনপ্রিয়তার জানান দিয়েছেন। তা ছাড়া আদালত প্রাঙ্গনে আইনজীবী সমিতির উৎসবমুখর নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা সকল দ্বন্দ্ব ভূলে ঐক্যবদ্ধ থাকতে দেখা যায়। তা ছাড়া বিএনপি নেতারা ঘোষণা দেয় নিজেদের মধ্যে নানান বিভেদ থাকলে ও দলীয় সকল কর্মসূচি বা কার্যক্রমে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পরি এটাই বিএনপির মূল শক্তি। এদিকে বর্তমানে রোডম্যাপকে অনুসরণ করে আগামী নির্বাচনী পথের দিকে হাঁটবে বিএনপি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন