Logo
Logo
×

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা-মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা-মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা-মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি

Swapno

দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের রোষানলে থেকে হামলা-মামলার শিকার হওয়ার কারণে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আতঙ্ক বিরাজ করতো বিএনপি নেতাকর্মীদের মাঝে। তারা মাঠে নামলেই কখনো পুলিশের লাঠি-চার্জ বা কখনো আওয়ামী লীগের হামলার শিকার হতে হতো। কিন্তু গত ৫ আগষ্ট গনঅভুন্থানের পরবর্তীতে সময়ে বিএনপির বর্তমানে মুক্ত বাতাসে রয়েছেন। এদিকে গত ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জে নজিরবিহীন ঘটনা ঘটে। এদিকে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যখন ভূলুণ্ঠিত, ঠিক তখনই তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং দেশকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তা ছাড়া জিয়াউর রহমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যা দেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই দিনটি বিএনপির জন্য স্মরণীয় দিন হলে ও দেশের গণতন্ত্র স্বৈরাচারী মুক্ত হওয়ায় এবার ঐক্যবদ্ধভাবে নানা আয়োজন হাতে রেখেছে বিএনপি। তা ছাড়া ২০২২ সালে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী শাওনের পরিবারের পাশে নানা কর্মসূচি নিয়ে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন বিএনপি নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, মৎস্য অবমুক্ত করণ, ক্রীড়া  প্রতিযোগিতা এবং  সামাজিক কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতাকর্মীরা। এই নানা আয়োজনকে সফল করতে ইউনিট নেতারা ও বর্তমানে বিদ্ধপরিকর হয়ে উঠেছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ যুগের চিন্তাকে বলেন, আগামীকাল ১ সেপ্টেম্বর জেলা বিএনপির উদ্যোগে সাইনবোর্ড এলাকায় সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি করা হবে। এর আগে সকালে গত ২০২২ সালে প্রতিষ্ঠের বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী শাওনের কবরে ফাতেয়া পাঠ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হবে। এর বাহিরে মাসব্যাপী নানা পোগ্রাম পালনের মাধ্যমে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের পালিত হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, এবারের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা একটু ভিন্নভাবে পালন করবো। এবার মাসব্যাপী নানা পোগ্রামের মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। আগামী কাল পহেলা সেপ্টেম্বর সকালে আমরা সকল ইউনিটের নেতাকর্মীদের নিয়ে র‌্যালী করবো। পরবর্তীতে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়ন এবং থানার পোগ্রাম রয়েছে। এর বাহিরে মাসব্যাপী বিভিন্ন পোগ্রামের মাধ্যমে আমাদের কর্মসূচি থাকবে।

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, দীর্ঘদিন পর আওয়ামী লীগবিহীন মাঠে মুক্ত বাতাসে আমরা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। এবার আমরা ১ সেপ্টেম্বর থেকে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত নানা পোগ্রামের মাধ্যমে কর্মসূচি শেষ করবো।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল রাজীব বলেন, পহেলা সেপ্টেম্বর জেলা বিএনপির উদ্যোগে সাইনবোর্ড এলাকায় সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি করা হবে। পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী শাওনের কবরে জিয়ারত করা হবে। এর বাহিরে মাসব্যাপী প্রতিটি ইউনিটে নানা কর্মসূচি পালিত হবে।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে মহানগর বিএনপির নানা আয়োজন রয়েছে। এই র‌্যালীকে সফল করতে প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত হয়ে বাদ্যযন্ত্র নিয়ে আমাদের র‌্যালীতে উপস্থিত থাকবে। তা ছাড়া বিগত দিনে আমরা আওয়ামী লীগে রোষানলে পরে নারায়ণগঞ্জে অল্পপরিসরে আতঙ্কে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হয়েছে। বর্তমানে আমরা সকল ক্লান্তি ভূলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবার উৎসবমুখর পরিবেশে পালন করবো।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আলম জানান, স্বৈরাচার মুক্ত পরিবেশে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। আমার পক্ষ থেকে এ শুভদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এছাড়াও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর এনায়েত নগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ জেলা বিএনপি বর্ণাঢ্য শোভাযাত্রা করবে। আমরা সেই শোভাযাত্রায় বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে উপস্থিত হবো।এছাড়াও ৩ সেপ্টেম্বর ফতুল্লা থানা বিএনপির আয়োজনে আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভূঁইয়া জানান, জেলা বিএনপির সাথে ফতুল্লা থানা বিএনপি যুক্ত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সফল করবে। এছাড়াও ৩ সেপ্টেম্বর আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির শোভাযাত্রা করবে।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ জানান, আমরা সর্বোচ্চ সংখ্যক লোকবল নিয়ে জেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করব। ৩ সেপ্টেম্বর ফতুল্লা থানা বিএনপির শোভাযাত্রা আমরা সফলভাবে সম্পন্ন করার সকল প্রস্তুতি ইতি মধ্যে নিয়েছি।

ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল কি শুভেচ্ছা জানাই। ইচ্ছে থাকা সত্ত্বেও বিগত দিনগুলোতে প্রত্যাশা মাফিক আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। এবার সেই অভাব আমরা ঘোচাবো।সর্বোচ্চ সংখ্যক প্রস্তুতি নিয়ে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী সফল করব।

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, স্বৈরাচার মুক্ত পরিবেশে সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই।নারায়ণগঞ্জ জেলা তাতি দল এ প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক প্রস্তুতি নিয়ে রেখেছে।

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর বলেন, বিগত দিনে অনেক কষ্ট করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হয়েছে। এবার সেই বাধা নেই। তাই মুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নিজেদের সর্বোচ্চটা বিলিয়ে দিব।  ফতুল্লা থানা বিএনপির সহ -কোষাধক্ষ তৈয়বুর রহমান বলেন , বিগত দিনের সকল কর্মসূচির  মতো প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝাঁকজমক ভাবে পালন করার সকল আয়োজন সম্পন্ন করেছি।

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাই। এই প্রতিষ্ঠাবার্ষিকীটি সফল করার লক্ষ্যে ফতুল্লা ইউনিয়ন বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন