আতঙ্কে প্রকাশ্যে থাকা জাপা নেতারা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
-copy-68b6a7df310d3.jpg)
আতঙ্কে প্রকাশ্যে থাকা জাপা নেতারা
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা নুরুল হক নুর মারাত্মক আহতের পর নারায়ণগঞ্জ ব্যাপী গণঅধিকার পরিষদের তীব্র প্রতিবাদ সড়ক অবরোধ এবং জাতীয় রাজনীতিতে জাতীয় পার্টির বর্তমান অবস্থা নিয়ে তীব্্র সমালোচনা সেই সাথে আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, জাতীয় পার্টির ব্যাপারেও একই সিদ্ধান্ত নিতে পারে। আওয়ামীলীগের মত জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি উঠানো হচ্ছে। যার ফলে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের বেশকয়েকজন নেতা প্রকাশ্যে থাকলেও বর্তমানে আতঙ্কে রয়েছেন।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ জাতীয় পার্টির বৃহৎ ঘাঁটি থাকলেও এবং বেশীর ভাগ সমর্থকরা নারায়ণগঞ্জের কুখ্যাত ওসমান পরিবারের আদর্শে বিশ^াসী হওয়ায় স্বৈরাচারের দোসর হিসেবে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে হামলায় অধিকাংশ আসামী হয়ে প্রকাশ্যে ছিলেন। কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা নুরুল হক নুর মারাত্মক আহতের পর বিপাকে প্রকাশ্যে থাকা জাপা নেতারা। তারা হচ্ছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু,নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রুপু,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রসমাজের সভাপতি শাহ আলম সবুজ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু। তবে গত ২৮জুন লিয়াকত হোসেন খোকার ডাকে প্রকাশ্যে থাকা জাপা নেতারা জাপা কার্যালয়ে হাজির হয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সাক্ষাৎ করেন। জাপা নেতাদের তিনি প্রকাশ্যে কেন্দ্রীয় কার্যালয়ে ইন করিয়ে ফের জাপার রাজনীতিকে নারায়ণগঞ্জে উজ্জেবীত করতে চেয়েছিলেন। পাশাপাশি খোকা নিজেও মহাসচিব হওয়ার স্বপ্্েন বিভোর ছিলেন।
কিন্তু মহাসচিব হওয়ার স্বপ্ন থেকে ছিঁটকে গিয়ে জাপার চেয়ারম্যান জিএম চেয়ারম্যানের সঙ্গ ত্যাগ করে জাপার অপর একটি অংশে যোগ দিয়ে খোকা জাপার রাজনীতি শুরু করেন। তবে সর্বত্ত আলোচ্য বিষয় হচ্ছে নারায়ণগঞ্জে ওসমানলীগ এবং ওসমান পার্টি দুটি প্রতিষ্ঠিত হয়েছিল কুখ্যাত ওসমান পরিবারের শাসনের লক্ষ্যে কিন্তু আওয়ামীলীগ সরকারের পতনের সাথে সাথে ওসমানলীগ এবং ওসমান পার্টি ওসমানদের উভয় দুটি গ্রুপেরই পতন ঘটে। কিন্তু ওসমান পার্টির শীর্ষদের নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ গত ৫ই আগস্টের পর আত্মগোপনে দেশে থেকেও গাঁ ডাকা দিয়ে আছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ প্রার্থী জাপা নেত্রী পারভীন ওসমানও আত্মগোপনে থাকলেও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা ওসমান পার্টি করেও প্রকাশ্যে ছিলেন। সেই সাথে কেন্দ্রীয় জাপা রাজনীতিতে সামনে সারী থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে গত ৫ই আগস্টের পর। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা নুরুল হক নুর মারাত্মক আহতের পর জাতীয় পার্টি দেশব্যাপী তীব্র সমালোচনা হওয়ার কারণে বিপাকে পড়েছেন লিয়াকত হোসেন খোকাসহ নারায়ণগঞ্জ জাপার প্রকাশ্যে থাকা নেতারা।